সিডনি, ২২ জুন- রমজান ও ধর্মীয় অনুভূতির ওপর শ্রদ্ধা রেখে অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্টের নিউ সাউথ ওয়েলসের (এনএসডব্লিউ) কিংসফোর্ড স্মিথ আসনের সাংসদ ম্যাট থিস্টলেথওয়েটের আয়োজনে সিডনিতে এক ইফতার অনুষ্ঠিত হয়েছে। কিংসফোর্ড স্মিথ নির্বাচনী এলাকার কমিউনিটির উদ্যোগে কমিউনিটির বাংলাদেশি মুসলমানদের প্রতি সম্মান প্রদর্শনে এই ইফতার আয়োজন করা হয়। গত ১৮ জুন রোববার সিডনির ডেইসিভিল পুলিশ সিটিজেন কমিউনিটি সেন্টারে এই ইফতার অনুষ্ঠিত হয়। ইফতারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেল পার্লামেন্টের এনএসডব্লিউর লাকেম্বা আসনের সাংসদ ও ছায়া শিক্ষামন্ত্রী জিহাদ দিব। এ ছাড়া উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলসের (এনএসডব্লিউ) প্রাদেশিক পার্লামেন্টের সাংসদ ও বিরোধী দলের উপনেতা মাইকেল ডেলি ও সাংসদ রণ হোনিগ। ইফতার অনুষ্ঠানে ম্যাট থিস্টলেথওয়েট ও জিহাদ দিব প্রমুখ বক্তব্য দেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত এবং সকলের মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। ম্যাট থিস্টলেথওয়েট বলেন, একসঙ্গে ইফতার করার মাধ্যমে ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি কমিউনিটিতে থাকা বহু সাংস্কৃতিকতাকেও উদ্যাপন করার সুযোগ রয়েছে। জিহাদ দিব তার বক্তব্যে দেশ, জাতি ও মুসলিমদের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন। ইফতারে প্রবাসী বাংলাদেশি রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার প্রায় ৩০০ জন অংশ নেন। ধর্মীয় রীতি মেনে নারীদের বসার জন্য আলাদা ব্যবস্থা করা হয়।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sRozoV
June 22, 2017 at 07:27AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন