নয়াদিল্লি, ৯ জুনঃ প্যান কার্ড ও আয়কর রিটার্ন ফাইল করতে আধার নম্বর বাধ্যতামূলক করার কেন্দ্রীয় সিদ্ধান্তকে আংশিক স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। আধার কার্ডের তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা প্রকাশ করছে সুপ্রিমকোর্ট। সেখানে প্যান কার্ড ও আয়কর রিটার্ন ফাইলে আধার নম্বর বাধ্যতামূলক করা কতটা যুক্তিসম্মত তা নিয়েই প্রশ্ন আদালতের।
প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই প্যান কার্ড ও আয়কর রিটার্ন ফাইল করতে আধার নম্বর বাধ্যতামূলক করার আইন পাশ হয়। তবে সুপ্রিমকোর্টের বিচারপতি একে শিকারি এবং বিচারপতি অশোক ভূষণের ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে আধার কার্ডের তথ্য যাতে না ফাঁস হয়ে যায় তা সুনিশ্চিত করতে নির্দেশ দেয়।
ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়েছে, যাঁদের আধার কার্ড রয়েছে, তাঁরা প্যান কার্ড ও আয়কর রিটার্ন ফাইল করতে আধার নম্বর ব্যবহার করতে পারেন। তবে যাঁদের আধার কার্ড নেই, তাঁরা আধার নম্বর ছাড়াই প্যান কার্ড ও আয়কর রিটার্ন ফাইল করতে পারবেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2t2uQLr
June 09, 2017 at 08:29PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন