মুম্বাই, ২১ জুন- হলিউড হোক কিংবা বলিউড, প্রিয়াঙ্কা চোপড়া সব জায়গায় করেছেন বাজিমাত। তার অভিনীত প্রথম হলিউড সিনেমা বেওয়াচ বাণিজ্যিকভাবে সে অর্থে সাফল্য না পেলেও অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন প্রিয়াঙ্কা। এবার হলিউডে দ্বিতীয় ছবিতে অভিনয় শুরু করলেন তিনি। ছবির নাম অ্যা কিড লাইক জ্যাক। সিলাস হোয়ার্ড পরিচালিত ছবিতে প্রিয়াঙ্কার সঙ্গে অভিনয় করবেন জিম পার্সনস ও ক্লেয়ার ড্যানেস। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে সামনে এসেছে প্রিয়াঙ্কার শুটিংয়ের ছবি। কমলা রঙের পোশাক আর হাই হিল জুতোতে দেখা গেছে তাকে। হাতে ছিল মোবাইল ফোন। তার সঙ্গে ছবির সহ অভিনেতাদের শুটিংয়ের ছবিও সামনে এসেছে। শোনা যাচ্ছে, ছবিতে একজন সিঙ্গেল মাদারের ভূমিকায় দেখা যাবে প্রিয়াঙ্কাকে। চরিত্রের নাম অমল। এদিকে আরও শোনা গেছে, এই ছবির পর প্রিয়াঙ্কা নাকি তৃতীয় হলিউড ছবিতে কাজ শুরু করবেন। রেবেল উইলসন, আদম ডিভাইন, লিয়াম হেমসওয়ার্থদের মতো তারকারা কাজ করছেন সেই ছবিতে। কোয়ান্টিকোয় কাজ করে হলিউডে জনপ্রিয়তা পেয়েছিলেন প্রিয়াঙ্কা। নতুন নতুন ছবিতে কাজ করলেও সেই শো থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন না তিনি। দুটি ছবিতে অভিনয়ের পাশাপাশি কোয়ান্টিকোতেও দেখা যাবে তাকে। এছাড়াও ডন ৩ ছবির কাজ খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে। এতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করতে পারেন প্রিয়াঙ্কা। তবে এ ব্যাপারে এখনও কোন চূড়ান্ত ঘোষণা আসে নি।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sVSnRy
June 22, 2017 at 03:37AM
21 Jun 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top