ঢাকা, ২০ জুন- দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সকে সরিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর শেষে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান দখলে নিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তৃতীয়স্থানে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছিলেন কোহলি। তবে দ্বিতীয়স্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। আর তৃতীয়স্থানে নেমে গেছেন ডি ভিলিয়ার্স। গতকাল শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৫ ইনিংসে ২৫৮ রান করেন কোহলি। তবে ব্যাট হাতে পুরোপুরিভাবে ব্যর্থ হওয়ায় র্যাংকিং-এর শীর্ষস্থান হারাতে হয় ডি ভিলিয়ার্সকে। এবারের আসরে ৩ ইনিংসে মাত্র ২০ রান করেন ডি ভিলিয়ার্স। ব্যাট হাতে ব্যর্থ ছিলেন ওয়ার্নারও। ৩ ইনিংসে ৭৯ রান করেন তিনি। তারপরও দ্বিতীয়স্থান ধরে রেখেছেন ওয়ার্নার। ব্যাটসম্যানদের ওয়ানডে র্যাংকিং : চ্যাম্পিয়ন্স শুরুর পূর্বে র্যাংকিং বর্তমান র্যাংকিং বর্তমান রেটিং খেলোয়াড় ৩ ১ ৮৬৫ বিরাট কোহলি (ভারত) ২ ২ ৮৬১ ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) ১ ৩ ৮৪৭ এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা) ৫ ৪ ৭৯৯ জো রুট (ইংল্যান্ড) ৮ ৫ ৭৮৬ বাবর আজম (পাকিস্তান) ৯ ৬ ৭৭৯ কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) ৪ ৭ ৭৬৯ কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) ৬ ৮ ৭৬৮ ফাফ ডু-প্লেসিস (দক্ষিণ আফ্রিকা) ৭ ৯ ৭৪৯ মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড) ১৫ ১০ ৭৪২ শিখর ধাওয়ান (ভারত) ১২ ১০ ৭৪২ রোহিত শর্মা (ভারত)। আর/১২:১৪/২০ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tkAGsn
June 20, 2017 at 06:34AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top