নিজস্ব প্রতিনিধি :: হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে অাবু ইউসুফ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। সে উপজেলার চমকপুর গ্রামের সরাইল্লা হাটির মৃত অাঃ ছেমেদ মিয়ার পুত্র।সোমবার (১৯ জুন) সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ৩ টার দিকে সেহরি খেয়ে ইউসুফ পার্শবর্তী বুড়ুঙ্গি হাওরে মাছ ধরতে যায়। সকাল ৭ টার দিকে হঠাৎ বজ্রপাতে সে মাটিতে লুটিয়ে পড়ে।খবর পেয়ে পরিবারেরর লোকজন ও স্বজনরা গিয়ে তাকে মৃত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন।ইউসুফের অকাল মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম।বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হক জানান, উপজেলার চমকপুর গ্রামের সরাইল্লা হাটির অাবু ইউসুফ নামে এক ব্যক্তি বজ্রপাতে মারা গেছেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2rNmp5o
June 19, 2017 at 08:16PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.