লন্ডন, ০৯ জুন- চার পেসার নিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ। দলে সুযোগ পাওয়ার যথার্থতা শুরুতেই প্রমাণ করলেন তাসকিন আহমেদ। কিউই দূর্গে প্রথম আঘাত হেনে লুক রঞ্চিকে মুস্তাফিজুর রহমানের ক্যাচে পরিণত করলেন তিনি। ঐতিহাসিক কার্ডিফের সোফিয়া গার্ডেনে নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিউজিল্যন্ডের রান ৭.২ ওভারে ১ উইকেটে ৪৭। একটি ম্যাচও না জিতে বলতে গেলে ভাগ্যের জোরে চ্যাম্পিয়নস ট্রফিতে টিকে আছে বাংলাদেশ। আজ হারলেই বাড়ি ফেরার জন্য ব্যাগ গোছাতে হবে। আর জিতলে ভালো একটা কিছুর অপেক্ষায় থাকা যাবে। নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগার একাদশে এসেছে দুটি পরিবর্তন। প্রথম দুই ম্যাচ খেলা ইমরুল কায়েসের পরিবর্তে এ আসরে প্রথমবারের মতো একাদশে এসেছেন পেসার তাসকিন আহমেদ। অন্য পরিবর্তনটি হলো- মেহেদি হাসান মিরাজের জায়গায় আবারো একাদশে মোসাদ্দেক হোসেন। ইংল্যান্ডের বিপক্ষে খেললেও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার সুযোগ পাননি মোসাদ্দেক। বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন। নিউজিল্যান্ড একাদশ: কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, লুক রঞ্চি (উইকেটরক্ষক), রস টেইলর, নিল ব্রুম, জিমি নিশাম, কোরি এন্ডারসন, মিচেল স্যান্টনার, এডাম মিলনে, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট। আর/১৭:১৪/০৯ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sK3c6l
June 09, 2017 at 11:47PM
09 Jun 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top