সুনামগঞ্জে পানিতে ডুুবে ২ জনের মৃত্যু।।

সুনামগঞ্জ প্রতিনিধি: শহরতলির মাইজবাড়ীর এক কিশোর এবং এক শিশু পানিতে ডুবে মারা গেছে।শনিবার বিকালে শহরের বাওনের বিলে ছড়ানো গরু আনতে গিয়ে বাওনের খাড়া পারাপার হবার সময় এরা নিখোঁজ হয়। আজ রবিবার দুপুরে সিলেট ও সুনামগঞ্জের ফায়ার সার্ভিস কর্মীরা বাওনের খাড়া (ছাট খাল বা নদী) থেকে এই দু’জনের লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাইজবাড়ী’র শাহিদ আলী’র ছেলে রুবেল মিয়া (১৮) ও বাবুল মিয়ার ছেলে হৃদয় দাস (১০) বাওনের বিল থেকে গরু আনতে যায়। বাওনের খাড়া নামের খাল পাড় হয়ে যাওয়ার সময় প্রথমে শিশু হৃদয় পানিতে ডুবে যায়। হৃদয়কে বাঁচাতে গিয়ে রুবেল এগিয়ে গেলে দুজনেই নিখাঁজ হয়। সন্ধ্যায় গরু বাড়িতে আসার পর রুবেল ও হৃদয়ের খোঁজাখুঁজি শুরু হয়। রবিবার সকাল ১০টায় ঘটনাস্থলে হৃদয়ের লাশ ভেসে ওঠে। পরে সিলেট ও সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিস কর্মীরা রুবেলের লাশ উদ্ধার করে।
সুনামগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মাসুক আলী জানান, ‘নিহত শিশু ও কিশোরের লাশ বিনা ময়না তদন্তে পরিবারের হেফাজতে নেওয়ার আবেদন করেছে।’



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2sQQAuz

June 11, 2017 at 06:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top