বার্মিংহ্যাম, ৪ জুনঃ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ বার্মিংহামে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল ৭০ শতাংশ। ভারতের ব্যাটিং চলাকালীন ২ বার বৃষ্টি নামে। ৩৩.১ ওভারের মাথায় দ্বিতীয়বার বৃষ্টি নামে। ওভারের সংখ্যা কমে হয় ৪৮।
চ্যাম্পিয়ন্স ট্রফির এই ম্যাচে ভারতের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ভারত অধিনায়ককে থামানোর পরিকল্পনা থাকলেও পাকিস্তান থামাতে সক্ষম হয়নি ভারত অধিনাককে। অধিনায়ক কোহলি ৬৮ বলে ৮১ রান করে অপরাজিত থেকে যান। একের পর এক বাউন্ডারি ও ছক্কা এল তাঁ ব্যাট থেকে। ভালো জুটি বেঁধেছিলেন যুবরাজ সিংহের (৫৩) সঙ্গে। যুবরাজও ছিলেন ভালো ফর্মে। নির্ধারিত ৪৮ ওভারের শেষে ভারতের ৩ উইকেটে ৩১৯ রান করে। ৯১ রানের মাথায় দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে যাওয়ায় শতরান হাতছাড়া হয়ে যায় রোহিত শর্মার। ভালো খেলেন শিখর ধাওয়ানও (৬৮)। শেষ ওভারে তাণ্ডব চালান হার্দিক পান্ডিয়া। মাত্র ৬ বলে ২০ রান করে শেষ করেন ভারতের ব্যাটিং।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ryJH0I
June 04, 2017 at 09:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন