লন্ডন, ৪ জুনঃ জোড়া জঙ্গি হামলায় রক্তাক্ত হল লন্ডন। শনিবার রাতে লন্ডন ব্রিজ ও বরো মার্কেটে জঙ্গিদের ছুরিতে তিনজনের মৃত্যু হয়। পুলিশের পালটা গুলিতে তিন জঙ্গির মৃত্যু হয়েছে। জোড়া হামলায় আহত অন্তত ৩০ জন। ঘটনার দায় স্বীকার করেছে আইএস। এদিকে ঘটনাস্থল থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরে আর কিছুক্ষণ পরেই চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাক ম্যাচ। তার আগে এমন ঘটনায় সন্ত্রস্ত গোটা ব্রিটেন।
শনিবার রাতে লন্ডন ব্রিজের কাছে একটি ভ্যান প্রথমে কয়েকজন পথচারীকে পিষে দেয়। ভ্যান থেকে নেমে এসে একদল আততায়ী ভয়ংকরভাবে ছুরি চালাতে শুরু করে আশপাশের দোকান ও রেস্তরাঁয় ঢুকে। এরপর লাগোয়া বরো মার্কেটের একইভাবে হামলা চালায় তারা। পুলিশের পালটা গুলিতে তিন জঙ্গির মারা যায়। ঘটনার পরই লন্ডন ব্রিজ বন্ধ করে দেওয়া হয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে স্কটল্যান্ড ইয়ার্ড।
এরপর ভক্স হলের সামনেও একটি হামলা হয়েছে। তবে, সেই হামলায় জঙ্গিযোগ নেই বলেই পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2sCJl8u
June 04, 2017 at 10:31AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন