ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন অনিল কুম্বলে।

সুরমা টাইমস ডেস্ক : অবশেষে ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন অনিল কুম্বলে। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে মনোমালিন্যের কারণেই তাকে সরে দাঁড়াতে হলো। বেশ কিছুদিন ধরে কুম্বলে ও কোহলির মনোমালিন্যের খবর ছিল ভারতীয় মিডিয়ায়। চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে সেটা প্রকট রূপ ধারন করে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে তার চুক্তির এক বছরের মেয়াদ শেষ হয় চ্যাম্পিয়ন্স ট্রফির পর। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফর সামনে রেখে তাকে আরো কয়েকদিন রাখতে চাইছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এরই মধ্যে নতুন কোচের জন্য আবেদন গ্রহণ করা শুরু করে তারা। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ১৮০ রানের বিশাল ব্যবধানে হেরেছে ভারত। এরপর পাঁচ ম্যাচের ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে ইংর‌্যান্ড থেকে ওয়েস্ট ইন্ডিজে গেছে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু দলের সঙ্গে যাননি কুম্বলে। এতে কুম্বলের পতদ্যাগের বিষয়টি স্পষ্ট হয়। পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পদত্যাগের বিষয়টি স্পষ্ট করেন। তার কোচিং পদ্ধতি কোহলির পছন্দ নয় বলে স্পষ্ট জানালেন কুম্বলে। তিনি এক বিবৃতিতে লেখেন, ‘গতকাল বিসিসিআইয়ের পক্ষ থেকে আমাকে প্রথমবারের মতো জানানো হয়, আমার কোচিং পদ্ধতি নাকি কোহলির পছন্দ হচ্ছে না। আমার কোচিংয়ের ভবিষ্যৎ নিয়েও নেতিবাচক কথা শুনেছি। সত্যি বলতে এতে আমি একটু অবাকই হয়েছি। কারণ আমি সবসময় অধিনায়কের দায়িত্বের সাথে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই কাজ করেছি। যদিও এই ভুল বোঝাবুঝি দূর করার জন্য বোর্ড পদক্ষেপ নিয়েছে। তবে আমার ও কোহলির মাঝে সম্পর্কটা হয়তো আগের জায়গায় ফিরে আসবে না। এজন্যই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’
বিদায়বেলায় গত এক বছরে পাওয়া সাফল্যের কৃতিত্ব দলের সবাইকে দিয়েছেন কুম্বলে, ‘বোর্ডের পরিচালনা কমিটি আমাকে দায়িত্ব পালন করে যাওয়ার প্রস্তাব দিয়েছিল। এতে আমি গর্বিত। গত এক বছরে আমরা যে সাফল্য পেয়েছি এতে অধিনায়ক, দলের সব সদস্যের ভূমিকা আছে। তাদের সবাইকে ধন্যবাদ। এছাড়া ভক্তদেরও বিশেষ ধন্যবাদ দিতে চাই। তারা সবসময় আমাদের পাশে থেকেছেন। আমি কোচিংয়ের দায়িত্ব ছাড়লেও ভারতের ক্রিকেটের জন্য কাজ করে যাবো।’



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2sq0rcc

June 21, 2017 at 06:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top