যোগদিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

লখনউ, ২১ জুনঃ ঝিরঝিরে বৃষ্টির মধ্যেই তিনি যোগা-ম্যাট পেতে হাঁটু মুড়ে বসলে বজ্রাসনে। তারপর ধীরে ধীরে শুরু করলেন আসন। তৃতীয় আন্তর্জাতিক যোগ দিবসে বুধবার সকালে লখনউয়ের আম্বেদকর সভাস্থলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতি আলাদা মাত্রা এনে দিল। প্রায় ৪৫ হাজার মানুষের উপস্থিতিতে যোগদিবস এদিন সার্বজনীন রূপ নিয়েছিল। হাজির ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও তাঁর ক্যাবিনেট মন্ত্রীরা।

গুজরাটে যোগদিবসের সূচন্ করেন বিজেপি-র সর্বেসর্বা অমিত শাহ এবং বাবা রামদেব। প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগেই তিন বছর আগে আজকের দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে ঘোষণা করে রাষ্ট্রসংঘ। পৃথিবীর ১৮০টি দেশে দিনটি যোগদিবসে হিসাবে পালিত হয়।

এদিন যোগদিবসে অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে মোদি বলেন, যোগাসন আজ অনেকের জীবনে অপরিহার্য হয়ে উঠেছে। সারাবিশ্বে ভারতের যোগসূত্র তৈরি হয়েছে এর মাধ্যমে।

এদিন লাদাখে ১৮ হাজার ফিট উঁচুতে মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যোগ সেশনে অংশ নেন ভারতীয় সেনা জওয়ানরা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rOJ9ag

June 21, 2017 at 10:17AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top