ইসলামাবাদ, ০৮ জুন- পাকিস্তান ক্রিকেটের জীবন্ত কিংবদন্তির নাম ইমরান খান। ১৯৯২ সালে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে শিরোপা জেতানোর পরপরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান এই পাকিস্তানি অধিনায়ক। আর অবসর নেওয়ার ২৫ বছর পর তার বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তুলেছেন পাকিস্তানের রাজনৈতিক দল মুসলিম লিগের মিডিয়া কো-অর্ডিনেটর মোহাম্মদ মাহদি। এ ব্যাপারে তিনি জানান, ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিলেন ইমরান খান। পাকিস্তানের এই রাজিনীতিবিদের দাবি, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় ফিক্সিং ম্যাচ খেলে প্রচুর টাকা উপার্জন করেছেন ইমরান। এ প্রসঙ্গে মাহদি বলেন, ক্যারি পেকারের সিরিজ খেলে টাকা রোজগার করতে গিয়েই ১৯৮৩ সালের বিশ্বকাপে পাকিস্তানকে ডুবিয়েছিলেন ইমরান। এতেই শেষ নয়, ইংল্যান্ডে ফিক্সিংয়ের টাকা দিয়ে ইমরান ফ্ল্যাট কিনেছিলেন। ইংল্যান্ড বিশ্বকাপে ইমরান খান ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়েছিলেন জানিয়ে মাহদি বলেন, ১৯৮৩ সালের বিশ্বকাপে একটি গুরুত্বপূর্ণ ম্যাচে ইমরান বোলিং করতে অস্বীকৃতি জানান। এমন সময় জানান, যখন দলের তাকে প্রয়োজন ছিল। সেই সময়ের ঘটনাটির একটি তদন্ত হওয়া উচিত। শুধু তাই নয়, তিনি সেবার অনেকগুলো ডাক মেরেছিলেন- সে ঘটনারও পূর্ণ তদন্ত হওয়া উচিৎ। কারণ তিনি টাকার বিনিময়ে এসব করেছিলেন। এছাড়া সে বছরই ইমরান খান লল্ডনে ফ্ল্যাট কিনেছেন উল্লেখ করে মাহাদি অভিযোগ করেছেন, ফিক্সিংয়ের টাকা দিয়েই ইমরান খান এই ফ্ল্যাট কিনেছিলেন। সূত্র: এক্সপ্রেস টিবিউন আর/১২:১৪/০৮ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rW9Lom
June 08, 2017 at 06:20AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top