অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার হাত ধরে প্রথম উইকেট শিকার করলো বাংলাদেশ। ভারতের দলীয় ৮৭ রানে মোসাদ্দেক হোসেন সৈকতের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন শিখর ধাওয়ান। ফেরার আগে ৩৪ বল খেলে তিনি করলেন ৪৬ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৪.৪ ওভারে এক উইকেট হারিয়ে ৮৭ রান। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আজ ভারতের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৬৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। ফলে, জিততে হলে ভারতকে করতে হবে ২৬৫ রান। টাইগারদের পক্ষে আজ তামিম ইকবাল সর্বোচ্চ ৭০ রান করেন। মুশফিকুর রহিম করেন ৬১ রান। শেষদিকে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ২৫ বল খেলে ৫টি চারের সাহায্যে ৩০ রান করে অফরাজিত থাকেন। ভারতের পক্ষে ভুবনেশ্বর কুমার ২টি, জ্যাসপ্রীত বুমরাহ ২টি, কেদার যাদব ২টি ও রবীন্দ্র জাদেজা ১টি করে উইকেট নেন।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rzWz4T
June 16, 2017 at 02:40AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top