ভুয়ো চিকিৎসক কান্ডে সিআইডি-র নজরে রাজ্য ইউনানি কাউন্সিল

কলকাতা, ১ জুনঃ রাজ্যে অন্তত ৫৫০জন ভুয়ো চিকিৎসক আছএন বলে জানাল সিআইডি। ইতিমধ্যেই ১৪জনকে চিহ্নিতও করা হয়েছে। বাকিদের খোঁজে তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে চিকিৎসক কান্ডে এবার সিআইডি-র নজরে স্টেট কাউন্সিল অফ ইউনানি কাউন্সিল। সিআইডি-র গোয়েন্দাদের দাবি, যে পদ্ধতিতে কাউন্সিল ইউনানি চিকিৎসকদের শংসাপত্র দিয়েছে, তাতে যথেষ্ট অস্পষ্টতা রয়েছে। পুরো প্রক্রিয়াটিই তদন্ত করে দেখা প্রয়োজন। এক সিআইডি আধিকারিক জানিয়েছেন, বহু বছর ধরে ওষুধ বিক্রি করে আসছেন এমন অনেককেও কাউন্সিল শংসাপত্র দিয়েছে। এছাড়া এক ২০ বছরের তরুণকেও ইউনানি সার্টিফিকেট দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ফলে ইউনানি কাউন্সিলের ভূমিকা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2sh6wG6

June 01, 2017 at 02:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top