লন্ডন, ১৮ জুন- একজন মজা করে টুইট করেছেন। ইটস ফাদার্স ডে, লেটস সে, দ্য ফাদার্স অব অল ফাইনালস ইজ হেয়ার। কথা কি খুব মিথ্যে? এর আগে আইসিসির ওয়ানডে টুর্নামেন্টের কোনো ফাইনালে ভারত-পাকিস্তানের দেখা হয়নি। যেটির স্বপ্ন আর প্রত্যাশা যুগে যুগে সমর্থক-ভক্তরা করে এসেছেন। কতো ভক্ত সেই অতৃপ্তি নিয়েই না বিদায় নিয়েছেন। কিন্তু এখন যাদের চোখ ওভালে তারা কালের পালে হাওয়া লাগিয়ে বলে যেতে পারবেন, ভারত-পাকিস্তান প্রথম আইসিসি ওয়ানডে ফাইনালটি তারা দেখেছেন। সেটি ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে। দুই শত্রু, প্রতিবেশী বা চির প্রতিদ্বন্দ্বীর শিরোপা লড়াই ম্যাচের টসটা হয়ে গেছে। জিতেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সরফরাজ আহমেদের পাকিস্তান দলকে আগে ব্যাটিংয়ে পাঠালেন তিনি। এই মাঠে শেষ ৬ ম্যাচে আগে ব্যাট করা ইনিংসে গড় রান ২৬৭। এই ম্যাচে ভারত একাদশে কোনো পরিবর্তন নেই। পাকিস্তান একাদশে মোহাম্মদ আমির চোট থেকে ফিরেছেন। রুম্মন রইস তাই দলের বাইরে। ভারত এখানে হটকেক, টুর্নামেন্টের আগে থেকে তারাই আর সবার থেকে ফেভারিট। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও তারা। এবার শিরোপা জিতে টানা দুবার চ্যাম্পিয়ন হওয়ার অস্ট্রেলিয়ান রেকর্ড স্পর্শ করবে তারা। তবে গড়বে নতুন ইতিহাস। সেটি প্রথম দল হিসেবে তিনবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। ভারত যখন এতোটা এগিয়ে তখন এটাই পাকিস্তানের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল। বিশ্বকাপ তারা জিতেছে, টি-টুয়েন্টি বিশ্ব আসরের শিরোপাতেও চুমু খেয়েছে কিন্তু বিশ্বের দ্বিতীয় সেরা এই আসরের সেমি-ফাইনালের বাধা পেরিয়েছে এই প্রথম। অনেক ঝড় পেরিয়ে উঠেছে ফাইনালে। গ্রুপপর্বের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছিল। সেটির প্রতিশোধ তুলে শিরোপাটাও ঘরে তুলতে পারে কি না সেটাই এখন প্রশ্ন। বিরাট কোহলির ভারত ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই দুর্ধর্ষ। সেমিতে যে দল ৯ উইকেটে জিততে পারে তাদের শক্তি সম্পর্কে কারো প্রশ্ন থাকা উচিৎ না। যেমন তাদের ব্যাটিং লাইন আপ, তেমন বোলিং। ফিল্ডিংও। পাকিস্তান ঠিক এই সময়ে সেরা বোলিং বা ব্যাটিং নিয়ে নামতে পারছে না। ফিল্ডিং নিয়ে ঝামেলা তো বরাবর। তাদের কম্বিনেশনে সমস্যা আছে, সেট কিছুও নয়। কিন্তু ঐতিহ্যগতভাবে ওরা আনপ্রেডিক্টেবল। সেটাই ঘটছে এবং কাজে আসছে। সরফরাজ আহমেদের পাকিস্তান দল কি করবে? ভারত-পাকিস্তান একবারই আইসিসি আসরের ফাইনালে মুখোমুখি হয়েছে এর আগে। সেটি ২০০৭ প্রথম টি-টুয়েন্টি বিশ্বকাপ। যেখানে পাকিস্তানকে হারিয়ে এমএস ধোনির ভারত হয়েছিল চ্যাম্পিয়ন। ভারত একাদশ : বিরাট কোহলি, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, যুবরাজ সিং, এম এস ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রিত বুমরাহ ও ভুবনেশ্বর কুমার। পাকিস্তান একাদশ : সরফরাজ আহমেদ, আজহার আলি, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, বাবর আযম, শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, শাদাব হাসান, হাসান আলি, মোহাম্মদ আমির ও জুনায়েদ খান।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sLIuWO
June 18, 2017 at 09:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top