বিশ্বনাথের যুবক ৩ দিন ধরে নিখোঁজ

সুরমা টাইমস প্রতিনিধি::বিশ্বনাথের যুবক শফিক ৩ দিন ধরে নিখোঁজ।৩ দিনেও খোঁজ মেলেনি বিশ্বনাথ উপজেলার পনাউল্লাহ বাজার এলাকার পেশকার গাও গ্রামের মরহুম মন্তাজ আলী চান মিয়ার ছেলে শফিক আলী(৪৩) গত ৮ জুন ১৭” বৃহস্পতিবার কামালববাজারে বাজার করতে গেলে রাত আনুমানিক ৯ টা থেকে শফিকের ব্যবহিত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তার বিভিন্ন আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করলে ও তার কোন সন্ধান মিলছে না।তার গায়ের রং ফর্সা উচ্চতা ৫ ফুট।পরনে টি শার্ট ও প্যান্ট ছিল।কোন ব্যক্তির তার সন্ধান পেলে তার ছোট ভাই ইয়াকুব আলী, গ্রাম পেশকার গাও,ডাক,পনাউল্লাহ বাজার,বিশ্বনাথ,সিলেট মোবাইল নং-০১৭১১৩০১০৬৩০,১৭৬০২৮৪৩২৫ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2rcESNr

June 10, 2017 at 11:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top