৪ চিকিত্সক ছুটিতে যাওয়ার রিপোর্ট গেল স্বাস্থ্যভবনে

শিলিগুড়ি, ১৭ জুনঃ শিলিগুড়ি জেলা হাসপাতালের মেডিসিন বিভাগের ৪ জন চিকিত্সক একসঙ্গে ছুটিতে রয়েছেন। এই বিষয়টি নিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তরকে রিপোর্ট পাঠালেন দার্জিলিংয়ের মুখ্যস্বাস্থ্য আধিকারিক। গতকাল স্বাস্থ্যভবনে এই রিপোর্ট পাঠানো হয়েছে বলে দার্জিলিংয়ের মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডাঃ অসিত বিশ্বাস জানিয়েছেন।

এদিকে প্রশ্ন উঠেছে, চিকিত্সকদের ছুটি দেওয়ার বিষয়টি দেখার দায়িত্ব হাসপাতাল সুপারের। তিনি কীভাবে মেডিসিন বিভাগ ফাঁকা করে ৪ জন চিকিত্সককে একসঙ্গে ছুটি দিলেন? সুপারের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনই প্রশ্ন উঠেছে মেডিসিন বিভাগের এক চিকিত্সকের কাজকর্ম নিয়েও।

অভিযোগ, রাজ্যের শাসকদল প্রভাবিত চিকিত্সকদের একটি সংগঠনের নেতা হওয়ার সুবাদে ওই চিকিত্সক মর্জিমাফিক কাজ করছেন। শিলিগুড়িতে থাকলেও তিনি অন্য ৩ জনের সঙ্গে ছুটি নিয়ে বসে থাকছেন। হাসপাতাল থেকে ছুটি নিয়ে তিনি প্রাইভেট চেম্বারে বসছিলেন। তবে বিপাকে পড়ার আশঙ্কা থেকেই তিনি গত শনিবার পর্যন্ত চেম্বারে যাওয়া বন্ধ রেখেছেন।

এ প্রসঙ্গে মুখ্যস্বাস্থ্য আধিকারিক বলেন, ‘সমস্ত বিষয়ই স্বাস্থ্যভবনে পাঠানো রিপোর্টে উল্লেখ করা হয়েছে। আশা করছি, সোমবারের মধ্যে কিছু অগ্রগতি হবে।’

শিলিগুড়ি জেলা হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান ডাঃ রুদ্রনাথ ভট্টাচার্য বলেন, ‘৪ জন চিকিত্সকের একসঙ্গে ছুটিতে চলে যাওয়ার ঘটনা দুঃখজনক। আমি পুরো ঘটনার ওপরেই নজর রাখছি। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tyozaD

June 17, 2017 at 06:54PM
17 Jun 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top