ঢাকা, ২২ জুন- চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে আপাতত ছুটিতে মুশফিক-সাকিবরা। ঈদের ছুটি কাটিয়ে মাঠে ফেরা হবে ১০ জুলাই। মিশনটা এবার অস্ট্রেলিয়া। কিন্তু গুরুত্বপূর্ণ দুটি টেস্টকে সামনে রেখে ক্রিকেটারদের বাড়তি কোন প্রস্তুতি নেওয়ার ব্যবস্থা করতে পারছে না বোর্ড। সেদিক থেকে স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নারদের মুখোমুখি হওয়ার আগেই নড়বড়ে অবস্থানে বাংলাদেশ। দুই টেস্টের সফরটা হওয়ার কথা ছিলো ২০১৫ সালে। শেষপর্যন্ত নিরাপত্তার কারণ দেখিয়ে সফর স্থগিত করে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সেবার প্রস্তুতিটা ভালোই হয়েছিলো বাংলাদেশের। মুশফিকরা নিজেদের ঝালিয়ে নিয়েছিলেন জাতীয় লিগের ম্যাচ খেলে। কিন্তু ১৫ মাস পর সেই সুযোগ থাকছে না এবার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান শীর্ষস্থানীয় দৈনিক এ প্রসঙ্গে বলেছেন, এনসিএল-বিসিএল আয়োজনের কোনো সুযোগ নেই। এই বর্ষা মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেট আয়োজন করা কঠিনও। তবে আমরা সম্ভাব্য সব প্রস্তুতিই নেব। সেই সব প্রস্তুতিটা কি? আকরাম খানের যুক্তি, ম্যাচের চেয়ে ক্রিকেটারদের ফিটনেসটা আগে। নেট অনুশীলনেও নাকি সুফল মিলবে, আমাদের কাছে ফিটনেসটা জরুরী। একই সঙ্গে মানসিকভাবে প্রস্তুত থাকাটাও গুরুত্বপূর্ণ। ক্রিকেটারদের সাথে এগুলো নিয়ে কাজ করা হবে। তবে দেশের সাবেক এই অধিনায়ক নিজেও মানছেন, ম্যাচ খেলার চেয়ে বড় প্রস্তুতি আর কিছু হতে পারে না। তাই প্রথম শ্রেণীর ক্রিকেট আয়োজন করতে না পারলেও, নিজেদের মধ্যে ম্যাচ আয়োজনের ভাবনা আছে বলে জানালেন। ওয়ানডে ক্রিকেটের পাশাপাশি টেস্টেও ভালো করার পথে। সাম্প্রতিক সময়ে তাল মিলিয়ে এগোচ্ছে মুশফিকুর রহিমের দল। কিন্তু দীর্ঘ বিরতির পর সাদা পোশাকে মাঠে নামাটা প্রতিবারই কাল হয়ে দাঁড়ায়। এবারও একই পথে হাঁটতে যাচ্ছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্টের পর অস্ট্রেলিয়া টেস্টের মাঝে পাঁচমাস টেস্টের বাইরে থাকতে হচ্ছে ক্রিকেটারদের।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sTmKbh
June 22, 2017 at 06:55PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন