কলেজে ঢুকে শিক্ষককে পেটাল বেসামাল ছাত্র

ইসলামপুর, ৬ জুনঃ এনসিসি ক্যাডেটদের ক্লাস নিচ্ছিলেন শিক্ষক অভিজিৎ সূত্রধর। হঠাৎই এক ছাত্র ঘরে ঢুকে সপাটে চড় কষিয়ে দিল শিক্ষকের গালে। কোমরে গোঁজা মদের বোতল বের করে আছড়ে ভেঙে শিক্ষকের ঘাড়ে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করল। হতবাক ক্যাডেটদের কয়েকজন ততক্ষণে সম্বিত ফিরে পেয়েছেন। তাঁরা এগিয়ে যেতেই ক্লাস ছেড়ে পগার পাড় ওই ছাত্র। সোমবার ইসলামপুর কলেজে এমন ঘটনায় বিস্মিত শিক্ষা মহল। কলেজের অধ্যাপকরা নিরাপত্তার দাবিতে তুলে টিচার্স ইনচার্জ সুজিত পালকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন। কলেজ টিচার্স কাউন্সিলের সম্পাদক অনুরাধা সিনহা বলেন, আমরা কর্মবিরতির প্রস্তুতি নিচ্ছি। কলেজের মধ্যে এমন ঘটনায় বিরক্ত টিচার্স ইনচার্জ সুজিতবাবু প্রকাশ্যেই দায়িত্ব ছাড়তে চেয়েছেন।

বিক্রম বিশ্বাস নামে ওই ছাত্রকে পুলিশ এখনো পুলিশ গ্রেফতার করতে পারেনি। তবে, বিক্রম এমন ঘটনা আগেও কলেজের মধ্যে ঘটিয়েছে বলে ছাত্রছাত্রীদের একাংশই জানিয়েছেন। সোমবারও বিক্রমও বেসামাল অবস্থাতেই কলেজে ঢুকেছিল বলে অভিযোগ। তৃণমূল ছাত্র পরিষদ এবং এসএফআই দুই ছাত্র সংগঠনই বিক্রমের কড়া শাস্তি দাবি করেছে।

ইসলামপুর কলেজে শুধু নয়, গোটা মহকুমাতেই শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। চোপড়া ও ইসলামপুর কলেজে স্নাতকস্তরের পরীক্ষায় গণটোকাটুকি নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন এনবিইউ-এর পরিদর্শক বিদ্যাবতী আগরওয়াল। ফিরে এসে কড়া রিপোর্টও দেন তিনি। এর আগেও কয়েকবার এই দুই কলেজে পরীক্ষা ও পড়াশোনার পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কারো সদিচ্ছা দেখা যায়নি পরিস্থিতি বদল করার। তাই বোধহয় এবার শিক্ষককে কলেজে ঢুকে পেটানোর সাহস দেখাল ছাত্র। শিক্ষামহল বলছে, পরিবেশ না পালটালে আগামী দিনে ইসলামপুরকে এমন অনেক ঘটনার সাক্ষী থাকতে হবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qScVGq

June 06, 2017 at 10:24AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top