সোচি ( রাশিয়া), ৩০ জুনঃ শুক্রবার রাতে মেক্সিকোকে ৪-১ গোলে হারিয়ে কনফেডারেশন কাপের ফাইনালে পৌঁছে গেল জার্মানি। বিশ্ব ফুটবলের বোদ্ধারা সকলেই একবাক্যে কুর্নিশ জানাচ্ছেন জোয়াকিম লো এবং তাঁর ইয়ং ব্রিগেডকে।
অনেক নেই-এর তালিকা হাতে নিয়ে রাশিয়ায় কনফেডারেশন কাপ খেলতে এসেছে জার্মানি। গোলে ম্যানুয়েল ন্যুয়ার নেই, ডিফেন্সে বোয়াতেং আর হামেল নেই, মিডফিল্ডে টনি ক্রুজ নেই, ফরওয়ার্ড লাইনে মেসুট ওজিল নেই। এমন জার্মানিকে নিয়ে বিশেষ আশা দেখেনি কেউই। কিন্তু মেক্সিকোকে দুরমুশ করে তারা কনফেডারেশন কাপের ফাইনালে চলে যাওয়ার পর লো-র রিজার্ভ বেঞ্চের শক্তি নিয়েও কারো সন্দেহ নেই।
আগামী বছর বিশ্বকাপে জার্মানি যে আবার খেতাবের বড়ো দাবিদার, সে কথা এখনই মেনে নিচ্ছে ফুটবল বিশ্ব। কেউ কেউ বলছেন, গ্রুপ লিগে চিলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল জার্মানি। রবিবারের ফাইনালে তারা চিলের কাছে হেরে গেলেই ভালো। কারণ ইতিহাস বলছে, কনফেডারেশন কাপে জয়ী কোনো দেশ পরবর্তী বিশ্বকাপ জেতেনি। আর এমন রিজার্ভ বেঞ্চ যাদের, বিশ্বকাপ জেতা তাদেরই মানায়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2s800kj
June 30, 2017 at 11:16AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন