ঢাকা, ২৩ জুন- ওরা দেশের মাটিতে খুব ভালো দল, অনেকটা ভারতের মতো। ভারতে যেমন ছিল ওদের উইকেট প্রায় তেমনই হবে বাংলাদেশ। আমাদের জন্য সফরটা সহজ হবে না। একপ্রকার চ্যালেঞ্জ। বাংলাদেশ সফরকে সামনে রেখে আজ ওজি গণমাধ্যমে এসব কথা বলেছেন দেশটির তারকা ব্যাটসম্যান উসমান খাজা। মানুষ বাংলাদেশ বলে আমলে নেয় না, মনে করে আরে এটা তো বাংলাদেশ, জেতা সহজ হবে। তবে ব্যাপারটা মোটেও তেমন নয়। ওরা দেশের মাটিতে খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। খুব ভালো একটি সিরিজ হতে যাচ্ছে। মন্তব্য খাজার। বাংলাদেশ ক্রিকেট খেলার জন্য দারুণ উল্লেখ করে খাজা বলেন, বাংলাদেশ ক্রিকেট খেলার জন্য বেশ ভালো জায়গা। ওখানে সময়টা হবে বিস্ময়কর এবং ওরা সত্যিই খেলাটা উপভোগ করবে। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগস্টে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া। সে সফরের জন্য গেল ১৬ জুন টেস্ট দল ঘোষণা করেছে ওজি ক্রিকেট বোর্ড। স্টিভ স্মিথকে অধিনায়ক করে ১৩ সদস্যের শক্তিশালী স্কোয়াড নিয়ে বাংলাদেশ আসছে অস্ট্রেলিয়া। ১৮ আগস্ট বাংলাদেশে পা রাখবে অস্ট্রেলিয়া দল। এরপর ২২-২৪ আগস্ট ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ২৭-৩১ আগস্ট ঢাকায় প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এরপর ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tWjf11
June 24, 2017 at 02:00AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন