নয়াদিল্লি, ১২ জুনঃ মাদ্রাজ হাইকোর্টের রায়কে খারিজ করে দিয়ে অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট-এর ফল প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্ট। আজ সুপ্রিম কোর্ট জানিয়েছে, ২৬ জুনের মধ্যেই নিট-এর ফলপ্রকাশ করতে হবে। এ বিষয়ে অন্য কোনো হাইকোর্টে শুনানি হবে না। ফল প্রকাশ করতে হবে পূর্বনির্ধারিত দিনেই। এছাড়া কাউন্সেলিং এবং ভর্তির ব্যবস্থাও করতে হবে নির্দিষ্ট দিনেই।
উল্লেখ্য, এবছর এমবিবিএস ও বিডিএস কোর্সের জন্য অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় বসেছিল ১১.৩৮ লক্ষ পরীক্ষার্থী। ৮ জুন ফলপ্রকাশের কথা ছিল। কিন্তু প্রশ্নপত্র নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় ফলপ্রকাশে জটিলতে দেখা দেয়। গত ২৪ মে মাদ্রাজ হাইকোর্ট এই পরীক্ষার ফল প্রকাশে স্থগিতাদেশ দিয়েছিল। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিএসই। তার পরিপ্রেক্ষিতেই আজ সুপ্রিমকোর্টের এই রায়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2sSMYIf
June 12, 2017 at 02:49PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন