শ্রীনগর, ২৫ জুনঃ কাশ্মীরের গুলমার্গে রোপওয়ের উপর গাছ পড়ে তার ছিঁড়ে কয়েকশো ফুট নীচে পড়ে গেল কেবল কার। মৃত্যু হয়েছে মোট ৭ জনের।
পুলিশ সূত্রের খবর, এই দূর্ঘটনার পর সাময়িকভাবে রোপওয়ে পরিসেবা বন্ধ থাকলেও পুনরায় শুরু হয়েছে এই পরিসেবা। আরও ১৫টি কেবল কারে আটকে থাকা পর্যটকদের উদ্ধারের কাজ চলছে।
জানা গিয়েছে, প্রচন্ড ঝোড়ো হাওয়ার জন্য একটি বড়ো গাছ রোপওয়ের এপর উপড়ে পড়ে। এরকম দূর্ঘটনা এই রোপওয়েতে প্রথমবার ঘটল। ১৯৯৮ সাল থেকে শুরু হয়েছে এই পরিসেবা। ফরাসি সংস্থা পোমালগালস্কি এই রোপওয়ে তৈরি করেছিল।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দা তথা টুরিস্ট গাইড মুখতার আহমেদ সহ দিল্লির বাসিন্দা জয়ন্ত আন্দ্রাসকর, স্ত্রী মানশিয়া আন্দ্রাসকর এবং তাঁদের দুই মেয়ে আনাঘা ও জাহ্নবী।
এই ঘটনায় কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা শোকপ্রকাশ করে প্রশ্ন তোলেন, ঝোড়ো হাওযা চলা সত্ত্বেও কেন রোপওয়ে পরিসেবা বন্ধ করা হয়নি। আগে থেকে সতর্কতা অবলম্বন করলে এরকম দূর্ঘটনা ঘটত না বলেও জানান তিনি।
গ্রীষ্মকালে গুলমার্গের এই গন্ডোলা পরিসেবা খুবই জনপ্রিয়। এর আকর্ষণে প্রতিবছর কয়েক হাজার মানুষ ছুটে আসেন। দুই স্টেজের এই পরিসেবা সমুদ্রপৃষ্ট থেকে ১৩,৭৮০ ফুট ওপরে পর্যটকদের এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে যায়। এটি বিশ্বের দ্বিতীয় উচ্চতম কেবল কার পরিসেবা, যেটি ঘণ্টায় ৬০০ জন পর্যটককে নিয়ে যেতে পারে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tISZaO
June 25, 2017 at 07:51PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন