নয়াদিল্লী, ২২ জুন- কোহলি-কুম্বলের হানিমুন এর সময় ছিল মাত্র ৬ দিন! হ্যাঁ এমনটাই সত্যি। বোর্ডের এক কর্তার মতে, গত ছ মাস ধরে পরস্পরের সঙ্গে কথা বলেনি কোচ ও ক্যাপ্টেন। যিনি লন্ডনে পুরো ঘটনার সাক্ষী ছিলেন। তিনি জানান, শচিন-সৌরভ-লক্ষ্ণণের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি কুম্বলের মেয়াদ বাড়ানোর ব্যাপারে সদর্থক ছিল। সব সমস্যা মিটিয়ে কুম্বলেই ক্যারিবিয়ান সফরে কোচ হিসেবে দলের সঙ্গে যাবে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে পাকিস্তানের কাছে পর্যুদস্ত হওয়ার পর চিত্রটা পালটে যায়। টিম হোটেলে তিনবার পৃথক পৃথক বৈঠক করে অ্যাডভাইজারি কমিটি। কুম্বলের সঙ্গে বৈঠকের পর বিরাটের সঙ্গে বৈঠক করেন শচিন-সৌরভ-লক্ষ্ণণ। তার পর দুজনকে একই সঙ্গে বসানো হয়। যেটা ব্যর্থ হয়। কারণ সেখানেও বিরাট-কুম্বলে পরস্পরের সঙ্গে কোনও কথা বলেননি। কোচ-ক্যাপ্টেন সম্পর্কের চিড় ধরে গত বছর ডিসেম্বরে ইংল্যান্ড সিরিজের পর। কিন্তু সমস্যাটা কোথায়? এই প্রশ্নের উত্তরে বোর্ড কর্তা বলেন, কুম্বলের সঙ্গে আলাদা করে কথা বলেছিলাম। ও বলেছিল বিরাটের সঙ্গে কাজ করতে কোনও সমস্যা নেই। কিন্তু বিপরীত মেরুতে থাকা দুজনেই কেলবমাত্র সমস্যা মেটাতে পারত। সেই মতো কুম্বলের বার্বেডোজের টিকিট কাটা হয়েছিল। কিন্তু কুম্বলে এখানেই থেমে গেল।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rSs8fu
June 22, 2017 at 08:02AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন