খোঁজ মিলল ভুয়ো সিআইডি-র, গ্রেফতার ৩

শিলিগুড়ি, ১৪ জুনঃ ভুয়ো ডাক্তারের পর এবার খোঁজ মিলল ভুয়ো সিআইডি-র। শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ায় ৩ জন ভুয়ো সিআইডি-কে গ্রেফতার করল তদন্তকারী দল। ধৃতদের নাম সুবোধ রায় (৬০), ভরত দাস (৪৮) ও রঞ্জিত চৌধুরি (৪২)। তাদের সঙ্গে একটি গাড়িও আটক করা হয়েছে। অভিযুক্ত আরও ২ জনের খোঁজ চলছে বলে সিআইডি সূত্রে খবর। এদিন ধৃতদের পাঁচ দিনের সিআইডি হেফাজতে রাখার নির্দেশ দেয় শিলিগুড়ি মহকুমা আদালত।

সিআইডি সূত্রে খবর, কয়েকদিন আগে ফাঁসিদেওয়া চটহাটের মেহবুব আলম নাম এক ব্যবসায়ীর দোকানে গিয়ে কাগজপত্র খতিয়ে দেখতে শুরু করেন ৫ জন ব্যক্তি। তারা নিজেদের সিআইডি অফিসার বলে পরিচয় দেন। এরপর ওই ব্যবসায়ীর কাছ থেকে ২০ লক্ষ টাকা দাবি করেন বলে অভিযোগ। তবে দাবিমতো প্রথমে ওই ব্যবসায়ী তাদের ১ লক্ষ ১০ হাজার টাকা দেন। তবে আরও টাকা দাবি করলে তিনি বাধ্য হয়ে সিআইডি দপ্তরে দ্বারস্থ হন। সেখান তিনি জানতে পারেন ওই নামে কোনও সিআইডি অফিসার নেই। এরপরই তল্লাশি চালিয়ে তিন জনকে গ্রেফতার করে তদন্তকারী দল। অভিযুক্ত আরও ২ জনের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rr4nus

June 14, 2017 at 06:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top