দার্জিলিংব্যুরো, ২৩ জুনঃ গত ৮ জুন থেকে পাহাড়ে অশান্তির জন্য তাঁর বিরুদ্ধে খুন সহ একাধিক মামলা রুজু করেছে দার্জিলিং পুলিশ। এছাড়া মদন তামাং হত্যা মামলা সহ আগেরও বেশকিছু মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। এই অবস্থায় বেশ কয়েকদিন গোপন ডেরায় থাকার পর শুক্রবার প্রকাশ্যে পাতলেবাসে সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারকে চ্যালেঞ্জ জানালেন গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো বিমল গুরুং।
এদিন বিমল গুরুং বলেন, ‘আমি পাতলেবাসেই রয়েছি। ক্ষমতা থাকলে পুলিশ আমাকে গ্রেফতার করুক। আমি কিষেণজি নই, মাওবাদীও নই। গোর্খাদের দাবি আদায়ের আন্দোলনে নেমেছি।’ তিনি সহ জিটিএ-র বাকি সদস্যরা এদিন পদত্যাগ করেছেন বলেও বিমল ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ‘শনিবার পদত্যাগপত্র রাজ্যপাল এবং রাজ্যের স্বরাষ্ট্রসচিবের কাছে পাঠিয়ে দেওয়া হবে। জিটিএ অ্যাক্ট এবং চুক্তির কপি ২৭ জুন পোড়ানো হবে। ২৯ জুন সর্বদলীয় বৈঠক করে আগামী আন্দোলন কর্মসূচী ঘোষণা করা হবে।’ বিমল গুরুংয়ের এই হুংকারের পিছনে কেন্দ্রীয় সরকারের ইন্ধন রয়েছে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।
যদিও পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন, ‘কার ইন্ধন রয়েছে তা সরাসরি আমি বলতে পারব না। তবে, পাহাড়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যসরকার কেন্দ্রের কাছে আরো ফোর্স চেয়েছিল। কেন্দ্রীয় সরকার বাড়তি বাহিনী দিতে অস্বীকার করেছে। এক থেকেই অনেক কিছু বোঝা যায়।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2sz3LC9
June 23, 2017 at 10:09PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন