শিলিগুড়ি, ২৩ জুনঃ মোর্চার ফতোয়ায় পাহাড় থেকে নামতে শুরু করল স্কুল পড়ুয়ারা। এমনিতেই পাহাড়ের স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হয়েছে। এই অবস্থায় মোর্চার অনির্দিষ্টকালের বন্ধ চলায় আবাসিক পড়ুয়াদের নিয়ে বিপাকে পড়েছিল স্কুলগুলি। ছাত্রছাত্রীদের বাড়ি ফেরার কথা চিন্তা করে শুক্রবার ১২ ঘণ্টার জন্য ছাড় দিয়েছিল মোর্চা।
সেইমতো কাকভোর থেকেই শুরু হয়ে যায় প্রস্তুতি। ভোর চারটে সময় উঠে সমতলে নামার জন্য তৈরি হয়ে নেয় আবাসিক স্কুল পড়ুয়ারা। আধঘণ্টার মধ্যেই পরপর ছোট গাড়ি, বাসে বোঝাই হয়ে নামতে শুরু করে তারা। মোর্চা নেতারা অবশ্য অভিভাবকদের পাহাড়ে উঠতে দেয়নি। স্কুল কর্তৃপক্ষই অন স্কুল ডিউটি স্টিকার লাগানো গাড়িতে করে ছাত্রছাত্রীদের শিলিগুড়িতে নামিয়ে আনে। গাড়িতেই ছাত্রছাত্রীদের জন্য জল-টিফিনের ব্যবস্থা ছিল। কয়েকটি গাড়ি দল বেঁধে একসঙ্গে নামে। প্রত্যেকটি কনভয়ে পুলিশ এসকর্টের ব্যবস্থা ছিল।
কাঠমাণ্ডুর বাসিন্দা অঞ্জন শা বা কলকাতার যাদবপুরের বাসিন্দা কৃষ্ণকুমার দাসের ছেলেমেয়েরা পাহাড়ের স্কুলে পড়ে। তাঁরা প্রত্যেকেই পাহাড়ের অশান্তিতে তিতিবিরক্ত। তাঁদের কয়েকজন বলেন, আমরা চাই পাহাড়ে শান্তি ফিরুক। আমাদের ছেলেমেয়েরা শান্তিতে পড়াশোনা করুক। তবে, স্কুলগুলির ভূমিকায় অভিভাবকদের প্রত্যেকেই খুশি। যেভাবে তারা ছেলেমেয়েদের আগলে রেখে নির্বিঘ্নে সমতলে এনে তাঁদের হাতে তুলে দিয়েছে তাতে অভিভাবকদের দুশ্চিন্তা অনেকটাই কমেছে।
ছবিঃ শিলিগুড়ির প্রধাননগরে নর্থ পয়েন্ট স্কুল ক্যাম্পাসে নামল পাহাড়ের আবাসিক স্কুলের পড়ুয়ারা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rIplRH
June 23, 2017 at 10:16AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন