নয়াদিল্লি, ২০ জুনঃ মধুর ভাণ্ডারকরের ওপর বেজায় চটেছে কংগ্রেস সরকার। সোমবার চলচ্চিত্র নির্মাতা মধুর ভান্ডারকরের আসন্ন ছবি ‘ইন্দু সরকার’-এর কড়া নিন্দা করে কংগ্রেস জানায়, ‘ইন্দু সরকার’-এর পুরো চিত্রনাট্যই মিথ্যের ওপর তৈরি এবং প্রতারণামূলক।
কংগ্রসের দাবি, ‘এই ছবিটি পুরোপুরি পরিকল্পিত। যে ব্যক্তি এবং যে সংস্থা এই ছবিটির প্রযোজনা করেছেন তাদেরকে আমাদের খুব ভালোমতো চেনা। এই ছবির মিথ্যা চিত্রনাট্যের আমরা কড়া নিন্দা করছি।’
এদিকে ভাণ্ডারকার শুক্রবার জানিয়েছেন, এই প্রজন্মের কাছে দেশের জরুরিকালীন পরিস্থিতির কথা তুলে ধরা খুবই গুরুত্বপূর্ণ। সেকথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে ‘ইন্দু সরকার’।
বিতর্ক শুরু হয়েছে ছবির পোস্টার মুক্তির পর থেকেই। কারণ ছবির মুখ্য চরিত্রে নীল নীতিন মুকেশ এবং কীর্তির চেহারার সঙ্গে বিশেষ সাদৃশ্য রয়েছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং তাঁর ছেলে সঞ্জয় গান্ধীর। আগামী ২৮ জুলাই মুক্তি পেতে চলেছে ‘ইন্দু সরকার’।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tI4z5v
June 20, 2017 at 01:12PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন