নয়াদিল্লি, ১৯ জুনঃ পাকিস্তানের কাছে ভারতের হারে নিজের খুশির বাঁধ ভেঙে যায় কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা মিরওয়াইজ ওমর ফারুকের। অল পার্টিজ হুরিয়ত কনফারেন্সের চেয়ারম্যান এদিন উল্লাসিত হয়ে টুইট করে বলেন, ‘চারদিকে বাজি পুড়ছে, মনে হচ্ছে আগেভাগেই ঈদ চলে এসেছে। ভালো টিম জিতেছে। অভিনন্দন পাকিস্তান দল।’
ওমর ফারুকের এই টুইট মুহুর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এরপরই কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন হুরিয়তের নেতা মিরওয়াইজ ওমর ফারুককে উদ্দেশ্য করে রিটুইট করে গম্ভীর বলেন, ‘একটি পরামর্শ, সীমান্ত পার হচ্ছেন না কেন? আপনি ওখানে আরও ভালো বাজি (চিনা), ঈদের উত্সব পাবেন। আমি আপনাকে প্যাকিয়েও সাহায্য করতে পারি।’
ওমরের এই টুইট প্রথমবার নয়। এর আগেও ইংল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের ফাইনালে ওঠায় টুইট করে পাকিস্তানকে অভিনন্দন জানান তিনি। গম্ভীরের টুইট সঙ্গে সঙ্গে বিতর্কিত হতে শুরু করে। ভারতীয়রা পাশে দাঁড়ালেও পাকিস্তানিরা সমালোচনায় মুখর হয়ে ওঠে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2sGen2i
June 19, 2017 at 01:33PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন