লেবাননে সন্ত্রাসী হামলায় যুবক আহত

আহত যুবক সুমন খাঁন

আহত যুবক সুমন খাঁন

বাবু সাহা, বৈরুতঃ লেবাননে সন্ত্রাসী হামলায় এক যুবক আহত হয়েছে।শুত্রবার দিবাগত রাত ১টার দিকে বাসায় ফেরার পথে জুনি জেলার ছাবরা এলাকায় ফাদ্দুল সুপার মার্কেটের সামনে কতিপয় প্রবাসী বাংলাদেশীর সন্ত্রাসী হামলার শিকার হয়।

আহত যুবক সুমন খাঁন(৩৫)ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার মোঃ শাহজাহান মেম্বারের বড় ছেলে।বিগত এক বৎসর আগে সে লেবানন আসে।

জানা যায়, প্রতিদিনের মত কাজ শেষ করে বন্ধু আলামিনের দোকানে আড্ডা দিচ্ছিল।আড্ডা শেষে দোকান বন্ধ করে বন্ধু আলামিনের সাথে বাসায় ফেরার পথে জুনি ফাদ্দুল সুপার মার্কেটের সামনে ১০/১২ জনের একদল প্রবাসী বাংলাদেশী রড ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়।আলামিন দৌড়ে পালিয়ে গেলেও সুমনকে তারা  রড ও ধারালো অস্ত্র দিয়ে বেদম প্রহার করে গুরুতর জখম করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।তখন সে অজ্ঞান হয়ে পরে।পরে আলামিন গুরুতর আহত অবস্থায় রক্তাক্ত সুমনকে উদ্ধার করে আল আরিছ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করে।তাদের ধারালো অস্ত্রের আঘাতে সুমনের ডান চোখটি মারাত্মক ভাবে জখম হয়।।এছাড়াও তার সারা শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে।আজ সকালে ডাক্তার তার চোখের অপারেশন করে।তবে সুমন এখনো শংকামুক্ত নয় বলে ডাক্তার  জানিয়েছে।

ইতিমধ্যেই  ১০/১২ জনের নাম উল্লেখ করে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।জুনি এলাকার স্থানীয় কয়েকজন প্রবাসী বাংলাদেশীর সাথে আলাপকালে জানা গিয়েছে যে, ভিসা সংক্রান্ত ব্যাপার নিয়ে পূর্ব বিরোধের জের ধরে ঘটনাটি ঘটতে পারে।এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি বলে জানা গেছে।



from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2sbMWy1

June 09, 2017 at 08:49PM
09 Jun 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top