কলকাতা, ২২ জুন- মমতার শেষ ভরসাও হাতছাড়া হয়ে গেল। বিহারের মুখ্যমন্ত্রী তথা জনতা দল ইউনাইটেডের সুপ্রিমো নীতীশ কুমার জানিয়ে দিলেন তাঁর দল বিজেপি প্রার্থীকেই রাষ্ট্রপতি নির্বাচনে সমর্থন দেবে। এর পরে কার্যত রামনাথ কোবিন্দের রাষ্ট্রপতি ভবন পৌঁছনো নিশ্চিত হয়ে গেল। নরেন্দ্র মোদীর পাশেই নীতীশ কুমার। এমন জল্পনা আগে থেকেই ছিল। এ বার তা স্পষ্ট করে দিলেন নীতীশ। বুধবার রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের কৌশল ঠিক করতে কোর কমিটির বৈঠক ডাকে জেডিইউ। বৈঠক শেষে জেডিইউ নেতা রত্নেশ সড়া কোবিন্দকে সমর্থনের বিষয়ে দলীয় সিদ্ধান্তের কথা জানান। রামনাথ কোবিন্দকে সমর্থনের বিষয়ে এনডিএ শরিকদের পাশে পাওয়া নিয়ে নিশ্চিত নরেন্দ্র মোদী। শুরুতে কিছুটা আপত্তি তুললেও মঙ্গলবারই সমর্থনের কথা জানিয়েছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। এনডিএ জোটের বাইরে থেকে সমর্থনও কম নয়। বৃহস্পতিবারই বিরোধী দলগুলি রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের কৌশল ঠিক করার জন্য বৈঠকে বসছে। তার আগে বড় ধাক্কা দিলেন নীতীশ। অস্বস্তি বাড়িয়েছে ডিএমকেও। বিরোধীদের কোনও প্রার্থী দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছে ডিএমকে-এও। রামনাথ কোবিন্দকে সমর্থন দেওয়ার ব্যাপারে চন্দ্রবাবু নায়ডু, কে চন্দ্রশেখর রাও, বা নবীন পট্টনায়েকরা আগেই মতামত জানিয়েছে। তাতে বিজেপি স্বস্তিতে। মঙ্গলবার লখনউয়ে মোদীর সঙ্গে দেখা করেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো মুলায়ম সিংহ যাদব এবং বসপা নেত্রী মায়াবতী। সেখানেও মিলেছে সমর্থনের আশ্বাস। এখন বড় দল বলতে বাইরে রইল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, লালুপ্রসাদের রাষ্ট্রীয় জনতা দল, কেজরীবালের আপ এবং সিপিএম, সিপিআই। উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন ছোট দলের সমর্থন যে মিলবে সে অঙ্ক আগেই কষে রেখেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। এমনিতে বিজেপির খুব বেশি সমর্থনের দরকারও নেই। রাষ্ট্রপতি পদের জন্য লড়াই হলে দেশের সব সাংসদ ও বিধায়ক মিলিয়ে যে ভোটমূল্য তার অর্ধেক যাঁর পক্ষে তিনিই যাবেন রাইসিনা হিলে রাষ্ট্রপতি ভবনে। মোট ভোটমূল্য ১০ লাখ ৯৮ হাজার ৮৮২। এর মধ্যে ৫ লাখ ৪৯ হাজার ৪৪২ মূল্যের ভোট প্রয়োজন জয়ের জন্য। আর নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন জোটের হাতে রয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৬৮৩ মূল্যের ভোট। ঘাটতি রয়েছে মাত্র ১১ হাজার ৭৫৯। অন্য দিকে, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের হাতে রয়েছে ৩ লাখ ৯১ হাজার ৭৩৯ ভোটমূল্য। আগেই কোনও জোটেই না থাকা দলের সমর্থন মিলে যাওয়ায় বিজেপির কোনও ভোট ঘাটতি ছিল না। এখন ইউপিএ জোটের থেকেও নীতীশের দল বিজেপির দিকে চলে আসায় রামনাথ কোবিন্দের রাষ্ট্রপতি ভবনে পৌঁছনোটা কার্যত নিশ্চিত। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার হতে চলা বিরোধীদের বৈঠক কার্যত অর্থহীন। এখন প্রশ্ন, হার নিশ্চিত জেনেও কি সনিয়া গাঁধী বিরোধী প্রার্থী দেবেন। রাজনৈতিক মহলে গুঞ্জন লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমারকে প্রার্থী করা হতে পারে। কিন্তু ভোটের হিসেব দেখে কেউ কি আর প্রার্থী হতে চাইবেন!



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2twbory
June 22, 2017 at 06:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top