জীবনের এই প্রথম বৈদ্যুতিক আলো পৌঁছল বালাভুত গ্রামে

তুফানগঞ্জ, ২১ জুনঃ জীবনের এই প্রথম ঘরে বৈদ্যুতিক আলো পৌঁছল কোচবিহার তুফানগঞ্জ মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্ত অঞ্চল বালাভুত গ্রামে। স্বাধীনতার ৭০ বছর পার হয়ে গেলেও বিদ্যুতের মুখ দেখেননি ওই গ্রামের মানুষেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করার পর ওই গ্রামে পৌঁছল বৈদ্যুতিক আলো।

বুধবার বালাভুত গ্রামের ৭২০ জন বাসিন্দাদের মধ্যে সোলার লন্ঠন বিতরণ করা হল। বালাভুত উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুফানগঞ্জ ১ পঞ্চয়েত সমিতির সভাপতি জগদীশ বর্মন, বিডিও রাজু লামা, পঞ্চায়েত প্রধান নূর জামান হক ব্যাপারী ও অন্যান্যরা।

এপ্রসঙ্গে জগদীশবাবু জানান, বালাভুত গ্রামে প্রায় ৯০০টি পরিবার রয়েছে। এদিন প্রথম পর্যায়ে কয়েকজন বাসিন্দাদের সোলার লন্ঠন দেওয়া হয়েছে। বাকিদের পরে দেওয়া হবে। ধীরে ধীরে রাস্তাতেও বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করা হবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tt1mHw

June 21, 2017 at 07:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top