আম পাড়ার শাস্তি, হাঁসুয়ার আঘাতে আঙুল কাটা গেল কিশোরের

মালদা, ২২ জুনঃ গাছ থেকে আম পাড়ায় এক কিশোরকে মারধর অভিযোগ উঠল পাহারাদারের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার লক্ষ্মীপুর গ্রামে।

ওই কিশোরের বাবা স্বপন হালদার জানিয়েছেন, এদিন সকালে গ্রামেরই কয়েকজন বন্ধুদের নিয়ে কাজলদিঘির পাড়ে খেলতে গিয়েছিল কৌশিক হালদার (১৫) নামে এক কিশোর। সেইসময় লিটন বিশ্বস নামে কৌশিকের এক বন্ধু দিঘির পাড়ে থাকা একটি গাছ থেকে পাকা আম পাড়ে। তবে তাকে গাছ থেকে আম পাড়তে দেখে নেয় বাগানের পাহারাদার মুক্তি সিংহ। গাছ থেকে আম পাড়ার অপরাধে সে লিটনকে বেধড়ক মারধর করতে শুরু করে। তা দেখে লিটনকে বাঁচাতে যায় কৌশিক। ওই পাহারাদার বাধা পেয়ে কৌশিককে লক্ষ্য করে ধারালো হাঁসুয়া চালিয়ে দেয়। নিজের হাত উঠিয়ে হাঁসুয়ার আঘাত ঠেকাতে গেলে তার ডান হাতের ৩টি আঙুল কেটে যায়। ছেলেদের চিৎকারে স্থানীয় মানুষজন ঘটনাস্থলে ছুটে গেলে সেখান থেকে পালিয়ে যায় মুক্তি। আহত অবস্থায় কৌশিককে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা।

এই ঘটনায় আহত কিশোরের বাবা স্বপন হালদার ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পলাতক পাহারাদারের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2twIEyB

June 22, 2017 at 06:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top