দার্জিলিং, ১২ জুনঃ অনির্দিষ্টকালের জন্য পাহাড়ে অসহযোগ আন্দোলন শুরু হল মোর্চার। সোমবার সকাল থেকে দার্জিলিং, কালিম্পং, কার্সিয়াং ও মিরিকে রাজ্য ও কেন্দ্র সরকারি সব অফিসে কাজ বন্ধ থাকবে বলে ঘোষণা করেছে মোর্চা। সেই মতো এদিন সকাল থেকে মোর্চার সমর্থকরা সিংমারিতে দলের সদর দপ্তরের সামনে জড়ো হতে শুরু করেছে। এদিন সকালে দার্জিলিং ও কার্সিয়াংয়ে টয়ট্রেনের টিকিট কাউন্টার খোলেনি। ফলে মোর্চা পরিবহণ, স্কুল-কলেজ, পর্যটনে ছাড়ের কথা বললেও তাদের অসহযোগ আন্দোলন যে কার্যত বন্ধের ডাক, তা পর্যটকরাও বুঝতে পারছেন। ফলে পাহাড় ছেড়ে নামার হিড়িক পড়েছে আবার। এদিকে গতকাল রাতে বিজনবাড়ি বিডিও অফিসে রহস্যজনকভাবে আগুন লাগে। পাশেই দমকল কেন্দ্র থাকায় দ্রুত সেখানকার কর্মীরা এসে আগুন নিভিযে ফেলেন। একটি ঘরের সামান্য ক্ষতি হয়। অভিযোগ, এই অগ্নিকাণ্ডের পিছনে মোর্চার হাত রয়েছে। পুলিশ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করেছে।
অন্যদিকে মোর্চার অসহযোগ আন্দোলন মোকাবিলায় সকাল থেকেই তৎপর রাজ্য প্রশাসন। দার্জিলিংয়ে সকাল আটটাতেই অফিসে চলে এসেছেন জেলাশাসক জয়শী দাশগপ্ত। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে জেলাশাসকের অফিস সংলগ্ন এলাকায়। পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন পুলিশকে বিশেষ জ্যাকেট দেওয়া হয়েছে আঘাত থেকে বাঁচতে। ইতিমধ্যেই মোর্চার অসহযোগ আন্দোলনকে বন্ধ আখ্যা দিয়ে তাকে বেআইনি ঘোষণা করেছে রাজ্য সরকার। সরকারি কর্মীদের অফিয়ে হাজিরা বাধ্যতামূলক করাও হয়েছে। সার্কুলার জারি করে অর্থ দপ্তর জানিয়েছে, কর্মজীবনে একদিনের ছেদ পড়বে এবং বেতন কাটা যাবে অফিসে এদিন অনুপস্থিত থাকলে।
এতে অবশ্য দমছেন না বিমল গুরুংরা। বরং তাঁদের আন্দোলন আরো জোরদার হবে, তখন পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠতে পারে, এই হুঁশিয়ারি দিয়ে পর্যটকদের পাহাড় ছেড়ে নেমে যাওয়াই ভালো বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
মোর্চা যতই আন্দোলনের তীব্রতা বাড়াচ্ছে রাজ্য সরকারও ততই প্রশাসনিক ফাঁস শক্ত করছে মোর্চার গলায়। জিটিএ-র প্রশাসনিক ভবন ভানুভবন আগেই নিজেদের হেপাজতে নিয়ে নিয়েছে রাজ্য সরকার। সোমবার থেকেই দার্জিলিং, কালিম্পং ও কার্সিয়াংয়ে জিটিএ-র স্পেশাল অডিট শুরু হয়েছে। রাজনৈতিক মহল বলছে, জিটিএ-তে বহু অনিয়ম হয়েছে, একথা সত্যি। তার ফাইলপত্রও ঠিক নেই। সেই ফাইল যাতে লোপাট না হয়ে যায় তাই অডিটের আগে ভানুভবনের দখল নিয়েছে রাজ্য সরকার।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2taShC7
June 12, 2017 at 09:51AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন