ঢাকা, ২৪ জুন- এক সময়ের সাড়া জাগানো চিত্রশিল্পী হাসান কবির অনেক বছর ধরে কোন ছবি আঁকেননি। ২৫ বছর আগে একটি আন্তর্জাতিক প্রদর্শনীতে তার একটি ছবি প্রথম স্থান অধিকার করে। পরে একজন বিদেশি চড়া দামে ছবিটি কিনে নিয়ে যান। এমন গল্পের টেলিছবির নাম দ্য পেইন্টার। মূল চরিত্রে অভিনয় করেছেন সঙ্গীতশিল্পী পার্থ বড়ুয়া, তার বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী কনীনিকা ব্যানার্জী। টেলিছবিটিতে আরো দেখা যাবে এক সময় হাসান আড়ালে চলে যান। অন্যদিকে, তনু একটি সংবাদপত্রে কাজ করেন। তার উপরই দায়িত্ব পরে হাসান কবীরের নিঃসঙ্গ ও রহস্যময় জীবন নিয়ে একটি ধারাবাহিক ফিচারের। বেশ কিছুদিন ঘোরাঘুরি করে অবশেষে এক বৃষ্টির দিনে তনু দেখা পায় হাসানের। তনুকে একটি শর্ত দিয়ে সাক্ষাৎকার দিতে রাজি হয়ে যান হাসান কবীর। কী সেই শর্ত আর কেনই বা এই রহস্য! ঈদের দিন দুপুর ২টা ২০ মিনিটে এনটিভিতে প্রচার হবে ঈদের দ্য পেইন্টার। শিবু কুমার শীলের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন পারভেজ আমিন। আর/১০:১৪/২৪ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2t76GTG
June 25, 2017 at 05:07AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top