কাতারকে একঘরে করার ‘কৃতিত্ব’ ট্রাম্পের!

aআমেরিকা ::

সৌদি আরবের নেতৃত্বে কাতারের সঙ্গে ছয় আরব দেশের সম্পর্ক ছিন্নের ঘটনায় ‘কৃতিত্ব’ দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, তার সাম্প্রতিক সৌদি সফরের ফল আসতে শুরু করেছে। টুইটারে দেওয়া একাধিক পোস্টে তিনি এমন দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

সন্ত্রাসবাদকে সমর্থন ও ইরানের সঙ্গে সুসম্পর্কের অভিযোগে সাতটি দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে।

ট্রাম্প দাবি করেছেন, তার সাম্প্রতিক সৌদি আরব সফরের সময় নেতারা তাকে বলেছিলেন, মৌলবাদীদের অর্থ সহায়তা দিচ্ছে কাতার। তিনি আরো যোগ করেছেন, তার সফরের সফলতা আসা শুরু হয়েছে।

দুই সপ্তাহ আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে মুসলিম বিশ্বের নেতাদের উদ্দেশে ট্রাম্পের দেওয়ার ভাষণে তিনি এ অঞ্চলে সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য ইরানকে দায়ী করেন। এ ছাড়া মুসলিম বিশ্বের নেতাদের প্রতি সন্ত্রাসবাদ নির্মূলের আহ্বান জানান।

টুইটে ট্রাম্প বলেছেন, আমার সাম্প্রতিক সৌদি আরব সফরের সময় আমি বলেছিলাম, মৌলবাদীদের আর অর্থায়ন নয়। তখন নেতারা কাতারের দিকে আঙুল তুলে বলেছিলেন- দেখুন।

দ্বিতীয় টুইটে ট্রাম্প দাবি করেছেন, ভয়ংকর সন্ত্রাসবাদ শেষ হওয়ার শুরু হবে এটি।

উল্লেখ্য, কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্নকারী দেশগুলো হলো- সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মিশর, আন্তর্জাতিকভাবে স্বীকৃতি ইয়েমেন সরকার, লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকার ও মালদ্বীপ।

সৌদি আরব, বাহরাইন, মিশর, সংযুক্ত আরব আমিরাত সৌদি আরবের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করেছে। ভোগান্তিতে পড়েছে হাজার হাজার যাত্রী। এ ছাড়া স্থল ও জলপথেও সব ধরনের যোগাযোগও বন্ধ করেছে তারা।

এদিকে, কাতারও ওইসব দেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে। তবে এ সংকট নিরসনে মধ্যস্থতার ভূমিকা নিয়েছে কুয়েত। মঙ্গলবার সৌদি বাদশার সঙ্গে এ নিয়ে বৈঠকের জন্য সৌদি আরব গেছেন কুয়েতের আমির।

এছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও সংকট সংকটন উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে কাতারের খাদ্য সরবরাহের ঘোষণা দিয়েছে ইরান।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2r4bLa7

June 07, 2017 at 08:57AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top