লস অ্যাঞ্জেলেস, ০৩ জুন- যেকোন দিন সঙ্গীতশিল্পী ও তারকা বেয়ন্সের যমজ বাচ্চা পৃথিবীতে আসতে পারে। সোশ্যাল মিডিয়াতে তিনি রীতিমত গণহারে ছবি দিয়ে মাতিয়ে ফেলছেন। কিন্তু তার সাম্প্রতিককালের একটি ছবি দেখে তার অনুসারীরা মনে করছেন যে তিনি বাচ্চা প্রসব করে ফেলেছেন। ছবিতে তিনি তার পাঁচ বছরের মেয়ে ব্লু আইভিকে কোলে নিয়ে আছেন। বের ভক্তরা মনে করছেন এই ছবিতে তার মাতৃত্বকালীন পেট একটু ছোট দেখাচ্ছে। কারণ বেশ কিছুদিন আগে তিনি সাদা-কালো একটি ছবি আপলোড করেছিলেন, সেখানে বেশ বড় লাগছিলো পেটটি। এ প্রসঙ্গে টুইটারে তার ভক্তরা বলছেন যে তিনি আগের ছবিগুলো আপলোড করে নতুন শিশুদের দিক থেকে মনোযোগ হটাতে চাচ্ছেন। তবে কিছুদিন পর আশা করা যাচ্ছে, ছবির বন্যা বইয়ে দিবেন বেয়ন্সে। সূত্র: দ্য সান আর/১০:১৪/০৩ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qLKudq
June 04, 2017 at 05:51AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top