উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রিয়াল মাদ্রিদকে টানা দুবার শিরোপা উপহার দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জিতিয়েছেন এবারের লা লিগায়। ৩২ বছর বয়সেও যেন ২০-২২ বছরের এক ফুটবলার সিআর সেভেন। এবারও ফিফা বর্ষসেরা কিংবা ইউরোপ সেরা ব্যালন ডিঅর জয়ের সবচেয়ে বড় দাবিদার ক্রিশ্চিয়ানো। এমন ফুটবলারের ওপর নজর পড়বে যে কারও- এটাই স্বাভাবিক। রোনালদোর ওপর নজর আগেই পড়েছে ফরাসি ক্লাব পিএসজির। তারা মেসি কিংবা রোনালদোকে চায় দলভূক্ত করে নিতে। এমনকি ইংলিশ প্রিমিয়ার লিগে রোনালদোর পুরনো ক্লাব ম্যানইউও চায় তাকে আবার দলে ফিরিয়ে নিতে। কিন্তু কোনো প্রস্তাবই যথেষ্ট নয় সিআর সেভেনকে দলে ভেড়ানোর জন্য। কারণ, তিনি স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, বার্নাব্যুতেই ক্যারিয়ারের বাকি সময়টা কাটিয়ে দিতে চান তিনি। শুধু তাই নয়, রোনালদো তো এমনও বলেছেন, ৪০ বছর বয়স পর্যন্ত তিনি খেলতে চান রিয়ালের হয়ে। সেই রোনালদোকে এবার এমন এক অবিশ্বাস্য অংকের প্রস্তাব দিতে চলেছে একটি নামহীন চীনা ক্লাব, যা শুনলে যে কারও চোখ কপালে উঠে যাওয়ার জোগাড় হবে। রিয়াল মাদ্রিদের জন্য দল বদলের বাজারে ইতিহাস সৃষ্টি করার অবিশ্বাস্য অংকের প্রস্তাব দিতে চলেছে সেই চীনা ক্লাবটি। স্প্যানিশ কয়েকটি পত্রিকার মতে, রোনালদোকে কিনতে ২০০ মিলিয়ন ইউরোর (প্রায় ১৮০০ কোটি টাকা) প্রস্তাব দিতে প্রস্তুতি নিচ্ছে চীনের সেই ক্লাব। তবে, ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট গোল ডট কম কয়েকটি সূত্র এবং রোনালদোর এজেন্ট হোর্হে মেন্ডেজের বরাত দিয়ে জানিয়েছে, ২০০ মিলিয়ন নয়, চীনের সেই ক্লাবটি রোনালদোর জন্য ৩০০ মিলিয়ন ইউরোর (প্রায় ২৭০০ কোটি টাকার) প্রস্তাব নিয়ে হাজির হতে যাচ্ছে। শুধু তাই নয়, রোনালদোর জন্যও অবিশ্বাস্য অংকের পারিশ্রমিকের প্রস্তাব নিয়ে আসছে তারা। রোনালদোকে বার্ষিক ১২০ মিলিয়ন ইউরোর (প্রায় এক হাজার ৮২ কোটি টাকা) পারিশ্রমিকও দিতে যাচ্ছে ক্লাবটি। এই প্রস্তাব নিয়ে তারা আগামী সপ্তাহে মাদ্রিদে আসছে বলেও জানা গেছে। তবে কোন ক্লাবটি রোনালদোকে এত টাকা দিয়ে কিনতে চায়, সেটা সঠিক বলা যাচ্ছে না। চায়নিজ সুপার লিগের কয়েকটি ক্লাব কয়েক বছর ধরে প্রচুর পরিমাণে টাকা ঢালছে বিশ্বসেরা ফুটবলারদের কিনে নিতে। গত বছর যেনমন সাংহাই এসআইপিজি কিনে নিয়েছিল চেলসির ব্রাজিলিয়ান তারকা অস্কারকে। এছাড়া সাংহাই সেনহুয়া কিনেছিল আর্জেন্টাইন সুপারস্টার তেভেজকে। এবার তারা চোখ দিয়েছে রোনালদোর ওপর। সিআর সেভেনের এজেন্ট হোর্হে মেন্ডেজ জানিয়েছেন, চীনের একটি ব্লাব ৩০০ মিলিয় ইউরোর ট্রান্সফার প্রস্তাব দিচ্ছে রোনালদোকে কেনার জন্য। এমনকি তারা বার্ষিক ১০০ মিলিয়ন ইউরোরও বেশি পারিশ্রমিকের প্রস্তাব দিচ্ছে রোনালদোকে। ক্রিশ্চিয়ানো রোনালদো নিশ্চয়ই এই প্রস্তাবের কথা শুনেছেন। শুনে তিনি কী বলছেন? হোর্হে মেন্ডেজই স্কাই স্পোর্টসকে জানালেন সেটা। তিনি রোনালদোর বক্তব্য তুলে ধরে বলেন, রোনালদোকে জানানো হয়েছে এই প্রস্তাবের কথা। শুনে তিনি সঙ্গে সঙ্গেই এই প্রস্তাব নাকচ করে দিয়েছেন। বলেছেন, জীবনে টাকাই তো সব কিছু নয়। স্প্যানিশ ক্লাবই তার সব। সুতরাং, অবিশ্বাস্য অংকের টাকার প্রস্তাব নিয়ে আসলেও রোনালদোকে টলানো যাবে না তার কথা থেকে। আর/১২:১৪/১০ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sLM7Jq
June 10, 2017 at 06:24AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top