শাসকদলকে হুমকি বিমল গুরুংয়ের

দার্জিলিং, ৭ জুনঃ পাহাড়কে শান্ত রাখার ক্ষেত্রে শালকদলের ওপর শর্ত চাপানোর পাশাপাশি সময়সীমা বেঁধে দিলেন বিমল গুরুং। আগামীকালের ক্যাবিনেট মিটিংয়ে পাহাড়ে বাংলা বাধ্যতামূলক নয়, সে সম্পর্কিত বিল পাশ করানোর দাবি তুলেছেন তিনি। নয়তো বৃহস্পতিবার পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে হুমকি দেন তিনি। আগামীকাল বেলা ১২.৩০ থেকে ২ ঘন্টার জন্য অনশনে বসবেন গুরুং। উপস্থিত থাকবেন মোট ২২টি ব্লক থেকে মোর্চা সমর্থকেরা। দার্জিলিংয়ের ভানু ভবনের সামনে ২০ থেকে ৩০ হাজার লোক জমায়েত হতে চলেছেন আগামীকাল। মোর্চা সুপ্রিমো আরও বলেন, পুলিশ বাধা দিলে সে দ্বায়িত্ব প্রশাসনের।

এদিকে, এদিন তিনি মোর্চাকে আমল দিতে নারাজ। আজ মুখ্যমন্ত্রী টাইগার হিল পরিদর্শন করলেন। বেশ কয়েকটি গাছ লাগানোর পাশাপাশি কটেজ ঘুরে দেখেন তিনি। কটেজ তৈরির কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন তিনি। এরই ফাঁকে কথা বলেন স্থানীয়দের সঙ্গেও। দ্রুত টাইগার হিলের কাজ শেষ হলে পুজোর সময় পর্যটকদের ভিড় বাড়বে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2sfhLS5

June 07, 2017 at 05:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top