ফোরলেনের জমি ইশ্যু নিয়ে বৈঠকে বসবেন পর্যটনমন্ত্রী

ধূপগুড়ি, ৬ জুনঃ ফোরলেনের প্রস্তাবিত জমির মালিকদের সঙ্গে তৃতীয় দফার নিষ্ফলা বৈঠকের পর এবার জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। মঙ্গলবার ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া সহ ফোরলেনের প্রস্তাবিত জমি ঘুরে দেখে এমনটাই জানিয়েছেন গৌতম দেব। চলতি মাসের ১০ অথবা ১১ তারিখেই প্রাথমিকভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও জলপাইগুড়ি জেলা প্রশাসনকে নিয়ে উত্তরকন্যায় উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠকের কথা রয়েছে। সেদিন ছুটি থাকায় চলতি মাসেরই ১৬ তারিখের মধ্যে বৈঠক সম্পন্ন করা হবে। তবে ওই বৈঠকে জমির মালিকদের থাকার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল প্রথম দফায় ধূপগুড়ি পুরসভাতেই জমির মালিকদের তথা ‘সারা বাংলা কৃষিজমি বাস্তু ও জীবন জীবিকা রক্ষা কমিটি’-র সদস্যদের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি চলতি মাসের প্রথমদিকে জমির মালিকদের একটি প্রতিনিধি দল শিলিগুড়িতে গিয়েও পর্যটনমন্ত্রীর সঙ্গে দেখা করেন। কিন্তু মঙ্গলবারের দ্বিতীয় দফার বৈঠক শেষেও জমির মালিকরা স্পষ্টত জমি দিতে অস্বীকার করেন।

আন্দোলনকারী অন্যতম নেতা অসীম পাল বলেন, ‘মাঝে মাঝেই শুনি আমাদের জমির সঠিক দাম দেওয়া হবে। তবে সমস্যা হল সরকারিভাবে প্রস্তাবিত রুটে মৌজা অনুযায়ী জমির মূল্য নির্ধারিত আছে সর্বোচ্চ ২.৭ গুণ টাকা। কিন্তু সরকারিভাবে জমির মূল্য এতই কম যে তার ২.৭ গুণ করলেও তা বর্তমান বাজারদরের থেকে অনেক কম। তাই আমরা কেউই জমি দিতে রাজি নই।’

এপ্রসঙ্গে গৌতম দেব বলেন, ‘জমির মালিকরা অনেকেই তাদের সমস্যার কথা বলেছেন। যা অনেকটাই যুক্তিসংগত। সবই চিন্তাভাবনা করে আলোচনা করা হবে।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2szvW1O

June 06, 2017 at 07:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top