কলকাতা, ১০ জুন- কলকাতার জনপ্রিয় চিত্রপরিচালক রাজ চক্রবর্তী। তার ঝুলিতে রয়েছে বেশি কয়েকটি হিট সিনেমা। প্রেমের ঝুলিও খালি নয় তার। প্রথমে মিমির সঙ্গে প্রেম। অতঃপর সেই প্রেমের ইতি ঘটিয়ে শুভশ্রীর সঙ্গে মন দেয়া নেয়া। কিন্তু সেখানেও খটকা। অবশেষে প্রাক্তন প্রেমিকা মিমির কাছে ফিরে যাওয়ার ঘোষণা। এসব কারণে রাজকে বিতর্কের মুখে ফেলেছে। ক্যারিয়ার ও প্রেম নিয়ে কলকাতার একটি সংবাদ মাধ্যমকে খোলাখুলি জানিয়েছেন তিনি। সাক্ষাৎকারটি দেশে বিদেশের পাঠকদের জন্য প্রকাশ করা হল। আপনার অফিসে গীতা আছে? রাজ: কেন? শপথ করাবেন? হ্যাঁ। রাজ: না, গীতা নেই, সঞ্চয়িতা আছে। তবে কিছু লাগবে না। সব সত্যি কথাই বলব। একটা জোক শোনা যাচ্ছে, আপনাকে নাকি বঙ্গ প্রেমিকবিভূষণ পুরস্কার দেওয়া হবে। নেবেন? রাজ: আমি প্রেমিক মানুষ। সেটা নিয়ে কোনও সন্দেহ নেই। ভালোবাসার মধ্যে কোনও দোষ নেই। যারা এই উপাধি নিয়ে কথা বলছে, তারা বোধহয় একটু ফ্রাস্ট্রেটেড। ব্যান্ড পার্টি বাজিয়ে বিয়ে করা যায়। কিন্তু ও ভাবে ঘোষণা করে প্রেম করা যায় না। প্রেম বিষয়টা যতক্ষণ গোপন থাকে, ততক্ষণই সেটার মজা। লোকজনকে জানিয়ে প্রেম করতে হবে নাকি? এ বার লোকে বলবে চুমু খেলেও জানিয়ে খেতে হবে! টলিউডের হিরোদেরও আপনি গসিপে পিছনে ফেলে দেবেন! রাজ: পরিচালক রাজ চক্রবর্তী হিসেবেও কিন্তু আমাকে নিয়ে আলোচনা হয়। মিডিয়া গসিপ নিয়ে লিখতে চায় তাই লেখে। আপনি, শুভশ্রী আর মিমিকে নিয়ে যা লেখা হয়েছে আনন্দ প্লাসে সেটা ভুল বলছেন? রাজ: দেখুন, আমি সত্যি কথা বলব আগেই বলেছি। তাই স্পষ্ট করেই বলছি, শুভশ্রীর সঙ্গে সম্পর্কে ছিলাম। কিন্তু সেটা নিয়ে ঢাক-ঢোল পেটাতে চাইনি। আর বললাম তো লুকিয়ে প্রেম করার মধ্যেই মজা। তা হলে প্রশ্নটা সোজাসুজি করে ফেলা যাক। আপনার সঙ্গে শুভশ্রীর সম্পর্ক আছে না নেই? রাজ: এই মুহূর্তে আমি সিঙ্গল। আপনারা কি বিয়ে করছেন? রাজ: না। আমার আর শুভশ্রীর মধ্যে সম্পর্ক ছিল এটা সত্যি। কিন্তু কিছু সমস্যা হচ্ছিল। শুভ খুব ভাল মেয়ে। আসলে আমাদের মধ্যে অনেক লোকজন ঢুকে প়ড়ল। কিছু পরিচিত লোক নানা রকম গেম খেলতে লাগল। আমাকে এক রকম কথা বলছে তার পর অন্য জায়গায় গিয়ে সেটা ঘুরিয়ে বলছে। এগুলো ক্রমশ পরিবারকে এফেক্ট করতে থাকল। সেখানে দাঁড়িয়ে মনে হল, আমি আর বিষয়টা ব্যালান্স করতে পারছি না। এই সমস্যাটা আমাদের দুজনেরই হল। আর একটা জিনিস, ইন্ডাস্ট্রির প্রচুর মানুষ চাইছিল না, আমাদের সম্পর্কটা টিকে থাকুক। আপনাদের দুজনের সম্পর্ক থাকবে কি থাকবে না, সেটা ইন্ডাস্ট্রির কেউ ঠিক করার কে? রাজ: সেটা ঠিকই। কিন্তু এর জন্য নানা জটিলতা তৈরি হল। আর চাইবে নাই বা কেন? তবে আমাদের বিয়ে হলে একটা খাওয়া পাওনা হতো। বরং ব্রেকআপ পার্টি দিন! রাজ: আমাদের ব্রেকআপ হয়েছে আর অন্য লোক পার্টি করেছে সে খবরও আছে। যাক গে, ও সব বিষয় আর বলতে চাই না। আমি আর শুভশ্রী রিলেশনে ছিলাম আর আমরা দুজনে মিলেই ব্রেকআপের সিদ্ধান্ত নিয়েছি। দুজনেই এখন কাজকে প্রায়োরিটি দিতে চাই। আমাদের বাড়ির লোকজনও সাফার করছিল। এত ঝামেলা করে একটা সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার মানে হয় না। শুভশ্রীর সঙ্গে ব্রেকআপ নিয়ে মিমি কী বলছেন? রাজ: মিমির সঙ্গে আমার কথা হয়নি। আর জটিলতা বাড়াতে চাইছি না। মিমির সঙ্গে আপনার ব্রেকআপের পর প্রথম দিকে তো কথাবার্তা ছিল না। পরে আবার সেটা শুরু হয়... রাজ: দেখুন, আমাদের সম্পর্ক ছিল চার বছর। আমরা ভাল বন্ধু ছিলাম। তাই মিমির সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পরও ওর প্রতি কোনও তিক্ততা ছিল না। শুভশ্রীর সঙ্গে সম্পর্ক নেই মানে, ওর প্রতি আমার শ্রদ্ধা চলে গিয়েছে তা তো নয়। মিমির সঙ্গে কি নতুন করে সম্পর্ক তৈরি হয়েছে? রাজ: আমার মনে হয়, বন্ধুত্ব রাখাই ভাল। আর কোনও সম্পর্কে যেতে চাই না। এই জন্যই আপনার ঘনিষ্ঠরা বলে, রাজ প্রেম করবে কিন্তু কাউকে বিয়ে করবে না... রাজ: সে যে যা খুশি বলুক। এটা বুঝতে পেরেছি যে, আমার দ্বারা সম্পর্ক সামলানো যাবে না। এ বার প্লিজ আমরা একটু চ্যাম্প নিয়ে কথা বলি? সামনে আরও একটা ছবি আছে। যেটায় কিন্তু মিমি নয়, অঙ্কুশ আর নুসরত আছে। আপনার আর দেব দুজনের কাছে তো চ্যাম্প গুরুত্বপূর্ণ। দুজনেরই অনেক দিন হিট নেই? রাজ: আমার কাট-মুণ্ডু ব্রেক ইভন করেছিল। অভিমানও ভাল ছবি ছিল। চ্যাম্প নিয়ে আশাবাদী। এই ধরনের ছবি আগে বানাইনি। আর দেব অসম্ভব ভাল অভিনয় করেছে। যা প্রতিক্রিয়া পেয়েছি, তাতে ছবিটা ভাল চলবে বলেই মনে হয়। বলা হতো, বাণিজ্যিক ছবির মশলা রাজ সবচেয়ে ভাল মাখতে পারেন। সেই জায়গা ক্রমশ বিরসা দাশগুপ্ত নিয়ে নিচ্ছেন... রাজ: আমিও বলছি, বিরসা খুব ভাল ছবি বানায়। ও আমার চেয়ে অনেক বেশি পড়াশোনা জানে। ও ভাল ছবি বানাবে না তো কে বানাবে? জিতের বস টু এবং সালমান খানের টিউবলাইটও একই দিনে মুক্তি পাচ্ছে... রাজ: চ্যাম্প আর বস টু মিলে টিউবলাইট-এর ফিউজ উড়িয়ে দেবে। আর/১০:১৪/১০ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2s8RV1M
June 11, 2017 at 05:37AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top