নিজস্ব প্রতিবেদক::সিলেটে শ্লীলতাহানি ও ভূমি জালিয়াতির অভিযোগে মহিলা কাউন্সিলরের স্বামীসহ ০৩ জনকে ০১ বছর করে কারাদন্ড প্রদান করেছেন আদালত ।
আজ বুধবার সকাল আনূমানিক সাড়ে ১১টার দিকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট প্রথম আদালতের বিচারক মামুনূর রহমান সিদ্দিকি জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন ।
আদালত ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়,গত ১৬/০৭/২০১৫ইং-তারিখে মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট প্রথম আদালত,সিলেট- ডলিরানী চৌধুরী একটি দরখাস্তে মামলা দায়ের করেন । কোতয়ালী দরখাস্তে মামলা নং-৭৯৯/২০১৫ । দীর্ঘ প্রায় দুই বছর পর উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে স্বাক্ষী প্রমাণে প্রমাণিত হওয়ায় আজ বুধবার বিজ্ঞ আদালত চারজনকে ১বছর করে কারাদন্ডাদেশ প্রদান করেন ।
কারাদন্ডাদেশ প্রাপ্তরা হলেন, সিলেট নগরীর যতরপুর এলাকার ১) মৃত সুধীর চন্দ্র দাসের ছেলে,সত্যব্রত দাস লিটন(৪০) । ২) হালসাং-যতরপুরের মৃত সুরেশ চন্দ্র দে-র ছেলে,মনিন্দ্র চন্দ্র দে ওরফে মনিন্দ্র কুমার দে, ৩) লালাবাজার এলাকার ছায়াতরু ১৬/১ গ্রামের মৃত নিরঞ্জন ঘোষে’র ছেলে,শেখর ঘোষ ও ৪) চালিবন্দর ৪১/২ এলাকার ক্ষিতিন্দ্র মোহন রায়’র ছেলে,দেবব্রত রায় দিপন । তাদের চারজনকে এক বছর করে সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয় । রায় ঘোষণার সময় আসামীরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন । আদালতের নির্দেশে পরবর্তীতে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয় ।
এদিকে খুঁজ নিয়ে জানা যায়, সিলেট সিটি কর্পোরেশনে’র ১৫নং- ওয়ার্ডের মহিলা কাউন্সিলর দিবা রানী দে বাবলীর স্বামী মনিন্দ্র রঞ্জন দীর্ঘদিন ধরে জাল-জালিয়াতি কাগজ সৃষ্টি করে যতরপুর এলাকায় স্থায়ী বাসিন্দা হিসেবে নিজেকে পরিচয় দিয়ে আসছিলো । অথচ উক্ত মামলায় বাদি ডলিরানী চৌধুরী উল্লেখ করেছেন, মনিন্দ্র’র মূল গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর থানার শর্শাসুতি গ্রামে। কিন্তু সে নিজেকে জনসম্মূখে যতরপুর এলাকার স্থায়ী বাসিন্দা হিসেবে পরিচয় দিত ।
এ বিষয়ে জানতে স্পেশাল পিপি কিশোর কুমার’র সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সুরমা টাইমস কে রায়ের সত্যতা নিশ্চিত করেন ।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2sql7RH
June 21, 2017 at 09:12PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন