মালদা, ১৩ জুনঃ একটি খাস পুকুর ও আমবাগান দখলকে কেন্দ্র করে আজ দুপুরে রণক্ষেত্রের রূপ নিল গাজোল ব্লকের পাণ্ডুয়া গ্রাম পঞ্চায়েতের নোসিসা গ্রাম। ব্যাপক বোমাবাজিতে আহত হয়েছেন ওই গ্রামেরই ৩ আদিবাসী মহিলা সহ আরও ৫ জন। আহতরা প্রত্যেকেই গাজোলের হাতিমারি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।
অভিযোগ, দলের সাহায্য নিয়ে স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান এই ঘটনাটি ঘটিয়েছে। এর প্রতিবাদে আজ পাণ্ডুয়ায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো ঝাড়খণ্ড দিশম পার্টি। ঘন্টাখানেকের অবরোধের পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। গোটা ঘটনা নিয়ে গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে গ্রামবাসীরা। পঞ্চায়েতের উপপ্রধান ও তার দল পলাতক। এদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
আদিবাসী অধ্যুষিত মালদার নোসিসা গ্রামে একটি সরকারি খাস পুকুর ও আমবাগান রয়েছে। গ্রামের বাসিন্দারাই দীর্ঘদিন ধরে ওই পুকুর ও বাগানের ভোগদখল করে আসছিলেন। কিন্তু মাস দুয়েক ধরে ওই পুকুর ও বাগান দখলের চেষ্টা করছে তৃণমূল উপপ্রধান দাশু মণ্ডল ও তার দল। এই গ্রামে একাধিকবার হামলাও চালায় তারা। এর বিরুদ্ধে গাজোল থানায় অভিযোগ দায়ের করলেও আমল দেয়নি পুলিশ। তারপরেই আজ এই ঘটনায় ক্ষিপ্ত গ্রামবাসী।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2souBOj
June 13, 2017 at 09:23PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.