মাদ্রিদ, ২ জুন - আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ২০১৬-১৭ মৌসুমের ফাইনাল । ইউরোপা সেরা এ আসরের ফাইনালে মুখোমুখি হবে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও ইতালির ক্লাব জুভেন্টাস। ফাইনালের আগে বড় আলোচনায় রিয়ালের ফরোয়ার্ড বনাম জুভেন্টাসের ডিফেন্স। আরো স্পষ্ট করে বললে, লড়াইটা ক্রিস্টিয়ানো রোনালদো বনাম জিয়ানলুইজি বুফনের মধ্যে। দুই দলের হয়ে দুজনই ফর্মের তুঙ্গে। স্প্যানিশ লা-লিগায় মৌসুমের শেষ তিন ম্যাচে ৫ গোল করেছেন রোনালদো। আর ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে শেষ চার ম্যাচে করেছেন ৮ গোল। কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে দুই লেগে করেন ২ ও ৩ গোল। আর সেমিফাইনালের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে করেন দুর্দান্ত হ্যাটট্রিক। তবে ফিরতি লেগে গোল পাননি তিনি। অন্যদিকে জুভেন্টাসের গোলরক্ষক জিয়ানলুইজি বুফনও অপ্রতিরোধ্য। চ্যাম্পিয়ন্স লীগে এবারের নকআউট পর্বের ৬ ম্যাচে তিনি মাত্র ১ গোল হজম করেছেন। পুরো মৌসুমে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে এবার ব্যালন ডিঅর পুরস্কার জয়ের জন্য নিজের নাম এগিয়ে দিয়েছেন। চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালের রিয়ালের ফরোয়ার্ড তথা ক্রিস্টিয়ানো রোনালদোদেরকে ঠেকানোর জন্য কার্ডিফে তিনি চীনের প্রাচীর হয়ে থাকবেন বলে আশা। কিন্তু রোনালদোকে তিনি কতটা ঠেকাতে পারবেন তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। রিয়াল মাদ্রিদের এ পর্তুগিজ উইঙ্গারকে তিনি একবারও ঠেকাতে পারেননি। ইউরোপিয়ান ফুটবলে রোনালদো-বুফন মুখোমুখি হয়েছেন চারবার। এর প্রতিটি গোল করেছেন রোনালদো। বুফনের বিপক্ষে চার ম্যাচে তার গোল পাঁচটি। চ্যাম্পিয়ন্স লীগে সর্বপ্রথম তিনি বুফনের মুখোমুখি হন ২০১৩-১৪ মৌসুমের গ্রুপপর্বে। প্রথম দেখায় বুফনকে দুইবার পরাস্ত করেন রোনালদো। ওই মৌসুমের ফিরতি লেগে করেন আরেক গোল। এরপর ২০১৪-১৫ মৌসুমে সেমিফাইনালের দুই লেগে দুই গোল করেন রিয়ালের এ তারকা খেলোয়াড়। বর্তমান সময়ের অন্যতম সেরা গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। তার বিপক্ষে রোনালদো ৪ ম্যাচে ৫ গোল করলেও মলিন লিওনেল মেসি। বুফনের বিপক্ষে বার্সেলোনার এ স্ট্রাইকার ৩ ম্যাচ খেলে কোনো গোল করতে পারেননি। একই ভাগে পিতর চেকের বিপক্ষে রোনালদো করেছেন ৫ ম্যাচে ৫ গোল। কিন্তু ৮ ম্যাচে একবারও চেককে পরাস্ত করতে পারেননি মেসি। বুফনের বিপক্ষে রোনালদো দুর্দান্ত হলেও রিয়ালের অন্য খেলোয়াড়রা তেমন নন। রিয়ালের হয়ে বর্তমানে খেলা খেলোয়াড়দের মধ্যে মাত্র তিনজন বুফনকে পরাস্ত করতে পেরেছেন। রোনালদো ছাড়া বাকি দুজন হলেন গ্যারেথ বেল ও টনি ক্রুস। ২০১৩ সালে রিয়ালের হয়ে বুফনের বিপক্ষে একমাত্র গোলটি করেন বেল। তবে এবারের ফাইনালে তার খেলার সম্ভাবনা ক্ষীণ। অন্যদিকে টনি ক্রুস বুফনকে একবার পরাস্ত করেছেন নিজ দেশ জার্মানির হয়ে। এ আর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qHGhHB
June 02, 2017 at 10:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top