নয়াদিল্লি, ১০ জুনঃ ভারতে বড়ো সন্ত্রাসী হামলার ছক কষছে আইএসআই। ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) রিপোর্টে এমনটাই জানানো হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যেই জম্মু-কাশ্মীর এবং পঞ্জাবে সন্ত্রাসী হামলার আশঙ্কা করছে গোয়েন্দারা।
জম্মুর কাথুয়া, পঞ্জাবের গুরুদাসপুর ও পাঠানকোটে আইএসআই সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে। এর জন্য ইতিমধ্যেই ৪ জঙ্গি বামটাল সেক্টর দিয়ে ভারতে প্রবেশ করেছে বলে গোয়েন্দা সূত্রে খবর।
আইবি-এর তরফে বলা হয়েছে, এই জঙ্গিরা এখন পাকিস্তান থেকে অস্ত্র ও বিস্ফোরক আসার অপেক্ষায়। জঙ্গিদের ভাড়াটে এক মাদক কারবারি জঙ্গিদের হাতে সেই সব অস্ত্র পৌঁছে দেবে।
ভারতে জঙ্গি প্রবেশের রিপোর্টটি জম্মু-কাশ্মীর ও পঞ্জাব সরকারের কাছে পৌঁছে গেছে। রিপোর্টে সংশ্লিষ্ট রাজ্য সরকার ও নিরাপত্তা বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2t5YTC1
June 10, 2017 at 05:50PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন