ঢাকা, ২৪ জুন- এটি রীতিমত অবাক করা ব্যাপার, স্বীকার করবেন মোশাররফ করিম নিজেও। একজন অভিনেতারই ৩২টি (বাড়তেও পারে!) নাটক-টেলিছবি প্রচার হতে যাচ্ছে এক ঈদে। তিনি ওয়ান অ্যান্ড অনলি মোশাররফ করিম। বরাবরের মতো হাস্যরসাত্মক, প্রেম-ভালোবাসা ও সিরিয়াস গল্পের কিছু নাটক-টেলিছবিতে অভিনয় করেছেন মোশাররফ। এর মধ্যে একাধিক চ্যানেলে রয়েছে সাত পর্বের ধারাবাহিক ও সিক্যুয়েল। শুধু তারকা নির্মাতা নন, জনপ্রিয় এই শিল্পী অভিনয় করেছেন স্বল্প পরিচিত নির্মাতাদের নাটকেও। এগুলোতে তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় ও নতুন অভিনেত্রীরা। ঈদে নিজের অভিনীত নাটকের একটি তালিকা সম্প্রতি ফেসবুকে প্রকাশ করেছেন মোশাররফ। এতে তিনি ৩২টি নাটক ও নির্মাতার নাম উল্লেখ করেছেন। তালিকাটা এ রকম ১. মধ্যবিত্তনামা (৭ পর্ব) মুরসালিন শুভ, ২. সব চরিত্র কাল্পনিক নয় ফজলুল সেলিম, ৩. বেঙ্গল সমিতি (৭ পর্ব) ইমরাউল রাফাত, ৪. লও ঠ্যালা আদিবাসি মিজান, ৫. যখন সময় থমকে দাঁড়ায় (২ পর্ব) রায়হান খান, ৬. লাইফ ইজ কালারফুল সাগর জাহান, ৭. সদা ভয় সদা লাজ শামস্ করিম, ৮. উহা অপেক্ষা ইহাই উত্তম উজ্জল মাহমুদ, ৯. অ্যাভারেজ আসলাম ইজ নট অ্যা ব্যাচেলর (৭ পর্ব) সাগর জাহান, ১০. মাহিনের নীল তোয়ালে (৬ পর্ব) সাগর জাহান, ১১. প্যারা ৪ (৭ পর্ব) আরিফ রহমান, ১২. যমজ ৭ আজাদ কালাম, ১৩. বুলির বেলকোনি শামস্ করিম, ১৪. বউ কথা কও মুরসালিন শুভ, ১৫. মেজাজ ফোরটি নাইন ২ শামিম জামান, ১৬. আকান্দা অঞ্জন আইচ, ১৭. বডিগার্ড হোসেন শামিম জামান, ১৮. থার্ড পারসন রিপন মিয়া, ১৯. ম্যানপাওয়ার আর বি প্রিতম, ২০. চলতে চলতে হঠাৎ মাইদুল রাকিব, ২১. মার্গারেট ও চন্ডি কুথক এম আই জুয়েল, ২২. ইস্যু রাজিব রসূল, ২৩. আমার ভাই আদিবাসি মিজান, ২৪. শেখ সাদির সেইসব দিনরাত্রি মুসাফির সৈয়দ, ২৫. চান্স মাস্টার দি সওদাগর (৬ পর্ব) সাইফ আহমেদ, ২৬. মানুষ অমানুষ কচি খন্দকার, ২৭. সরল মানুষ শামিম জামান, ২৮. ঘাউরা মজিদের শ্বশুড়বাড়ী শামিম জামান, ২৯. মীরজাফরের মৃত্যু চাই আরিফ রহমান, ৩০. ডেল কর্ণেগী (৭ পর্ব) মাসুদ মহিউদ্দিন, ৩১. অভিনন্দন মুরসালিন শুভ ও ৩২. প্রযত্নে চোর হাসান মোরশেদ। আর/১০:১৪/২৪ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2s3akhO
June 25, 2017 at 05:45AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন