সিএনজি অটোরিকশা চাপায় জৈন্তাপুরে ০৩ শিশু আহত।

নিজস্ব প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার অাদর্শগ্রাম নামক স্থানে দ্রুতগামী সিএনজি অটোরিকশা চাপায় ৩শিশু অাহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৭ জুন) দুপুর ১২টায় মহাসড়কের অাদর্শগ্রাম নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে ৷
জৈন্তাপুর হতে জাফলংগামী একটি সিএনজি অটোরিক্সা রাস্তা পারাপার হওয়ার জন্য অাদর্শগ্রামের অাবু সালেহ মিয়ার ছেলে ইসমাইল (৮) দৌড় দিলে দ্রুতগামী অটোরিক্সাটি তাকে চাপা দেয়। এঘটনায় সিএনজি উল্টে গেলে আরো ২ শিশু অাহত হয়। পথচারীরা দ্রুত অাহতদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করে।

এদিকে অাহতদের অবস্থা বেগতিক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

অাহতরা হলেন- জৈন্তাপুর ইউনিয়নের অাদর্শগ্রামের অাবু সালেহ মিয়ার ছেলে ইসমাইল (৮), সিএনজি যাত্রী দরবস্ত ইউনিয়নের করগ্রামের তরিকুল ইসলামের ছেলে হৃদয় (১৪) ও এক বছর বয়সী একটি মেয়ে (তাৎক্ষনিক নাম জানা যায়নি)৷ অাহতদের মধ্যে ইসমাইল ও তরিকুলের অবস্থা গুরুতর বলে জানা গেছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2ttPFn5

June 29, 2017 at 11:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top