অর্থমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে ঈদুল ফিতর উপলক্ষে বস্ত্র বিতরণ ।

সুরমা টইমস ডেস্ক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ব্যক্তিগত তহবিল থেকে নগরীর ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বস্ত্র সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) মঙ্গলবার রাতে নগরীর হাতিমবাগে এই বস্ত্রসামগ্রী বিতরণ করা হয়।

বস্ত্রসামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিতির বক্তব্য রাখেন- জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী রাষ্ট্রদূত ড. এ.কে আবদুল মোমেন। ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী মিরনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ।

এসময় আরো উপস্থিত ছিলেন- ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান মতি, জনুর উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জুয়েল, নুরুল আমীন সিদ্দিকী, সাংগঠনিক কামাল হোসেন খান, মইনুল ইসলাম মইন, মাসুদ আহমদ খান, মোস্তফা ওয়েস, এজাজ আহমদ বাবু, সাদিক মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা মহিবুস সালাম রিজভী, সিরাজ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল মাহমুদ সুজন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2rvBH3N

June 15, 2017 at 11:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top