শিলিগুড়ি, ২৬ জুনঃ এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি সূর্য সেন কলোনিতে। রবিবার রাতে বাড়ির বাথরুম থেকে শিখা চক্রবর্তী (৪২) নামে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ গৃহবধূর স্বামী শান্তনু চক্রবর্তী এবং প্রথম পক্ষের দুই সন্তান শভ্রজ্যোতি এবং শভজ্যোতিকে আটক করেছে।
জানা গিয়েছে, সূর্য সেন কলোনির বি ব্লকের বাসিন্দা শান্তনুর প্রথম পক্ষের স্ত্রী কয়েক বছর আগে মারা যান। এর কিছুদিন পর তাঁর সঙ্গে বিয়ে হয় এলাকারই এ ব্লকের বাসিন্দা শিখাদেবীর। মাস কয়েক আগে শিখাদেবীর পা নষ্ট হয়ে যায়। পাটনায় দীর্ঘদিন চিকিত্সা চললেও তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। যা নিয়ে পারিবারিক বিরোধ চরমে উঠত প্রায়শই।
ওই গূহবধূর ভাই মৃদুল দাসের অভিযোগ, তাঁর দিদিকে খুন করেছে শ্বশুরবাড়ির লোকজন। অভিযোগ, শিখাদেবীর মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে মারা হয়েছে।
তবে শান্তনুবাবুর বাড়ির লোকদের বক্তব্য, শিখাদেবী বাথরুমে পড়ে গিয়ে মারা গিয়েছেন। যদিও সেক্ষেত্রে কেন কোনো চিকিত্সক ডাকা হল না, সেই প্রশ্ন তুলছেন শিখাদেবীর বাড়ির লোকেরা।
পুলিশ সূত্রে খবর, শিখাদেবীর মাথায় বড়ো ধরনের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের জন্যই তাঁর মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rS4sDX
June 26, 2017 at 12:32PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন