স্টাফ রিপোর্টার: শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্টিত হবে এবং ৩ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে। এ উপলক্ষ্যে ইসকন সিলেট ৯ দিন ব্যাপী কর্মসূচী গ্রহণ করেছে। সিলেট নগরীর কাাজলশাহ্স্থ যুগলটিলায় এই বর্নাট্য উৎসব অনুষ্ঠিত হবে। কর্মসূচীর মধ্যে রয়েছে শ্রী শ্রী জগান্নাথদেবের স্থানযাত্রা, গুচিমার্জন, ২৫ জুন রবিবার বিকেল ৩টায় শ্রী শ্রী জগন্নাথ দেবের বর্নাট্য রথযাত্রা। ঐ দিন রথযাত্রা সিলেট নগরীর বিভিন্ন সড়ক পক্ষিণ করবে এবং আগামী ৩ জুলাই উল্টোরথ যাত্রার মধ্যে দিয়ে এ উৎসব সমাপ্ত হবে। এ উপলক্ষ্যে নগরীর রিকাবীবাজার এলাকায় দেশের বিভিন্নস্থান থেকে আগত ক্ষুদ্র ব্যাবসায়ীরা রথ মেলায় পসরা সাজিয়ে বসেছে। মেলায় হাতের তৈরী বিভিন্ন কারুকাজের সামগ্রী ও রয়েছে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2rmUk9T
June 13, 2017 at 07:45PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন